নবীন হাসান : শীতকে হারিয়ে জয়ী হোক মানবতা” শিরোনামে ঠাকুরগাঁওয়ে দুস্থ্য অসহায় ও শীতার্ত মানুষের মাঝে ৪র্থ ধাপে শীতবস্ত্র বিতরণ করলো ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সেচ্ছাসেবী সংগঠন ‘আইপজিটিভ’। আজ দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে জয় বাংলা এওয়ার্ড প্রাপ্ত সেচ্ছাসেবী সংগঠন ‘আইপজিটিভ’ এর উদ্যোগে ‘ কমার্সিয়াল ব্যাংক অফ সিলন-এর পৃষ্ঠপোষকতায় ১২তম শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে তারা। এ সময় প্রায় ৫৫০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলার ৯নং রায়পুর ইউনিয়ন-এর চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম,মোলানী বালিকা উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, এবং আইপজিটিভ এর প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ, সাবেক সাধারণ সম্পাদক আশীষ কুমার শীল, আইপজিটিভ- এর সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান জাহিদ এবং সংগঠনের সদস্যবৃন্দ।
প্রচন্ড শীতেও সংগঠনের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাদের প্রতি অসংখ্য ভালোবাসা প্রকাশ করেছে সংগঠনের প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ। তিনি আরো জানান, “আইপজিটিভ এর সাথে যারা সহযোগী হিসেবে যুক্ত হয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, সকলের সহযোগিতায় আমরা জেলার তৃণমূল পর্যায়েও বিতরণ করছি।”
আইপজিটিভ-এর সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান জাহিদ জানান ” এবার শীতের তীব্রতা শুরু পূর্বেই আমাদের ১২তম শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২২-২০২৩ শুরু করি। আমরা এবার ১ম,২য় এবং ৩য় ধাপে দেড় হাজারেরও অধিকেবিএবং আজ ৪র্থ ধাপে ৫৫০টি এখন পর্যন্ত মোট দুই হাজারেরও অধিক কম্বল বিতরণ করেছি। পাশাপাশি বাচ্চাদের হুডি,মহিলাদের শোয়েটার সহ শীতবস্ত্র বিতরণ করা হয়। তিনি আরও জানান, “আইপজিটিভের এই কর্মসূচি পুরো শীতের সময় চলমান থাকবে। কম্বল ও শীতবস্ত্রের পাশাপাশি লেপও বিতরণ করা হবে।”
২০১১ সালে যাত্রা শুরু করা সংগঠনটি সামাজিক উন্নয়নে অবদান রাখায় ২০১৭ সালে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।