রবিবার , ২০ নভেম্বর ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রুশ হামলায় ইউক্রেনের অর্ধেক বিদ্যুৎ ব্যবস্থা অকার্যকর

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ২০, ২০২২ ১২:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

গত কয়েকদিনে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তাদের চালানো হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থার প্রায় অর্ধেক অংশ অকার্যকর হয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল। খবর বিবিসির।

ইউক্রেনে স্থানীয় সময় গতকাল শুক্রবার বছরের প্রথম তুষারপাত হয় এবং তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যায়। এদিন এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেন, দুর্ভাগ্যবশত রাশিয়া ইউক্রেনের বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। হামলায় অর্ধেক বিদ্যুৎ ব্যবস্থা অকার্যকর হয়ে গেছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি শুক্রবার জানিয়েছিলেন, ইউক্রেনের এক কোটি মানুষকে বিদ্যুৎ সুবিধা ছাড়া জীবনযাপন করতে হচ্ছে।

অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উচ্চপদস্থ কর্মকর্তা মায়কোলা পোভোরোজনেক বলেছেন, কিয়েভ এখন ভিন্ন পরিস্থিতির প্রস্তুতি নিচ্ছে, যার মধ্যে পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন (জাতীয় গ্রিড বন্ধ) হওয়ার বিষয়টিও মাথায় রাখা হচ্ছে।

তবে তিনি জানাননি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে তারা কি ধরনের পদক্ষেপ নেবেন। কোনো শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা আপাতত তাদের নেই।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে সবচেয়ে বড় হামলা চালায় রুশ সেনারা। এরপর বৃহস্পতিবার আবারও নতুন করে হামলার ঘটনা ঘটে।

রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেন শান্তি আলোচনায় বসতে অপরাগতা প্রকাশ করায় এসব হামলা চালানো হচ্ছে। রাশিয়ার হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েভ, ওডেসা, ভিনিৎসিয়া এবং তারনোপোলি অঞ্চলের জ্বালানি অবকাঠামো।

এখন শীতের সময়টা পার করতে সাধারণ মানুষকে বিদ্যুৎসহ সব ধরনের জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

সর্বশেষ - প্রবাস

Translate »