বৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০২২ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

প্রবাসীদের জীবন ও সম্পদের সুরক্ষা চাই

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১৩, ২০২২ ১:০৪ অপরাহ্ণ

Spread the love

প্রবাস জীবন, সেকি খুব সুখের সাগরে ভেসে যাওয়ার জীবন, নাকি অনেক কষ্ট মনের গভীরে চেপে রেখে বেছে নেয়া একটি জীবন, একমাত্র প্রবাসীরাই ব্যাপারটা উপলব্ধি করতে পারেন।

মানুষ প্রবাসে কেন যায়? হয়তো কোনো আর্থসামাজিক সমস্যা থেকে মুক্তি পেতে অথবা একটু ভালো থাকার আশায়। নিজের জন্মভূমি, পরিচিত পরিবেশ, পরিজন ছেড়ে প্রবাস জীবন বেছে নেয়া, নিশ্চয়ই খুব সহজ কিছু নয়। জীবনের অনেক কষ্ট, বেদনা ধামাচাপা দিয়ে প্রবাসীকে জীবন যাপন করতে হয়।

নিজ দেশ ছেড়ে ভিন্ন ভূমি খুব সহজেই নিশ্চয়ই তাদেরকে আপন করে নেয় না, তার জন্য কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে তাদের দিন পার করতে হয়। ভিন্ন দেশের আইনকানুন, সামাজিক রীতিনীতি সবই তাদেরকে সঠিকভাবে পালন করতে হয়। মাথার ঘাম পায়ে ফেলে, কঠোর পরিশ্রম করে হয়তো কিছুটা আর্থিক স্বাচ্ছন্দ তাদের জীবনে ফিরে আসে। এর মাধ্যমে তারা প্রিয়জনের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করে অথবা নিজেরা একটু ভালোভাবে থাকার চেষ্টা করে।

বেশিরভাগ প্রবাসী কিন্তু তাদের উপার্জনের অর্থ রেমিট্যান্স হিসেবে দেশেই প্রেরণ করেন। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এত কষ্ট, এত পরিশ্রম, দেশের জন্য কর্তব্য এর পরিবর্তে দেশ থেকে কতটুকু নিরাপত্তা তারা পান? আজকাল দুর্বৃত্তশ্রেণীর সহজ টার্গেটে পরিণত হয়েছেন প্রবাসীরা। এই মানুষরূপী দানবগুলোর ধারণা, প্রবাসী মানেই কাড়ি কাড়ি টাকা, প্রয়োজন হলে তাদের মেরে কেটে তাদের টাকা পয়সা, এমনকি জীবন লুটে নাও।

এই কষ্টের অর্থ উপার্জনের পিছনে যে কতটুকু রক্ত পানি করা পরিশ্রম মিশে আছে তা এই মানুষ রূপী বিবেকহীন পশুগুলোর কল্পনারও বাইরে। প্রায়ই পত্রপত্রিকা, রেডিও টেলিভিশনের খবরে দেখা যায় প্রবাসীর হেনস্তা, চাঁদাবাজি, গুম খুনের শিকার হচ্ছেন।কারণ তারা সহজ টার্গেট।

তাই, সরকারের কাছে চাই প্রবাসীদের জীবন ও সম্পদের নিরাপত্তায়  বিশেষ উদ্যোগ ও নির্দেশনা। যাতে করে প্রবাস থেকে ফিরে তারা যেন একটু স্বস্তির নি:শ্বাস নিতে পারে, আবার প্রবাসে থাকাকালীন সময়ে তাদের সম্পদ যেন সুরক্ষিত থাকে। সেদিকেও খেয়াল রাখতে হবে সরকারকেই।

সর্বশেষ - প্রবাস

Translate »