জ্যেষ্ঠ চিকিৎসকের সংকট, যন্ত্রপাতির অভাব, ওষুধের স্বল্পতাসহ নানা সমস্যায় খাবি খাচ্ছে রাজধানীর ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতাল।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দেশের একমাত্র বিশেষায়িত এ হাসপাতালটিতে প্রয়োজনীয় সেবা পান না আগত রোগীরা। অবকাঠামো থাকলেও সেবা প্রদানের ক্ষেত্রে এটি নিজেই যেন ‘রোগী’ হয়ে আছে।
আমরা যারা ছোটখাট সরকারি চাকরি করি, আমাদের এই সরকারি কর্মচারী হাসপাতালের ওপরই নির্ভর করতে হয়। কিন্তু এখানে চিকিৎসা নিতে এসে দেখি অনেক অব্যবস্থাপনা
ঢাকা জিপিওর চতুর্থ শ্রেণির কর্মচারী মো. আমিনুল ইসলাম
এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা ঢাকা জিপিওর চতুর্থ শ্রেণির কর্মচারী মো. আমিনুল ইসলামের সঙ্গে কথা হয় ঢাকা পোস্টের। তিনি বলেন, আমরা যারা ছোটখাট সরকারি চাকরি করি, আমাদের এই সরকারি কর্মচারী হাসপাতালের ওপরই নির্ভর করতে হয়। কিন্তু এখানে চিকিৎসা নিতে এসে দেখি অনেক অব্যবস্থাপনা। যেমন টিকিট কাটা এবং ওষুধের জন্য লাইন ধরার এখানে কোনো ব্যবস্থাপনা নেই। দালাল আর হাসপাতালের স্টাফদের অনিয়মে সাধারণ রোগীরা এখানে ঘণ্টার পর ঘণ্টা লাইন ধরে থাকতে হয়। এছাড়া হাসপাতালে পর্যাপ্ত ওষুধ থাকে না। ডাক্তার পাঁচটি ওষুধ লিখে দিলে হাসপাতালে পাওয়া যায় একটি বা দুটি। আবার অনেক সময় ওষুধই থাকে না।
তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষাতেও ঝামেলা হয়। আল্ট্রাসনোগ্রামের মতো নৈমিত্তিক কিছু পরীক্ষাও প্রায়ই এখানে করা যায় না। অনেক সময় সংশ্লিষ্ট কর্মকর্তা বা চিকিৎসক থাকেন না। কিংবা মেশিন বিকল থাকে। সবমিলিয়ে হাসপাতালটিতে নানা সমস্যা লেগেই থাকে। এসব বিষয় সমাধান হলে আমাদের জন্য একটু ভালো হয়।