বুধবার , ৭ সেপ্টেম্বর ২০২২ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইতালির আশ্রয়প্রার্থীদের যেসব বিষয় জানা জরুরি

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ৭, ২০২২ ২:১৯ অপরাহ্ণ

Spread the love

সি আই-৪ উদ্ধার করার পর ইতালির মেসিনায় পৌঁছান অভিবাসীরা। ছবি: গ্যাব্রিয়েল মারিচিওলো/নুরফটো/পিকচার অ্যালায়েন্স

ইতালিতে আশ্রয়প্রার্থী ও শরণার্থী সংক্রান্ত কিছু তথ্য সবসময় নির্দিষ্ট ভাষায় পাওয়া যায় না। এছাড়াও আশ্রয় আবেদনের একাধিক সংক্ষিপ্ত রূপ রয়েছে যেগুলো জানা প্রয়োজন। তেমনই কিছু জরুরি শব্দ ও তথ্য রইলো।

এসিএনইউআর (ইতালীয় সংক্ষিপ্ত রূপ) অর্থাৎ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। আপোলিডের অর্থ রাষ্ট্রহীন ব্যক্তি। ইতালির সরকার আশ্রয়প্রার্থীদের জন্য ইতালীয় ভাষায় ব্যবহারিক নির্দেশিকা প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, কীভাবে ইতালিতে আন্তর্জাতিক সুরক্ষার জন্য আবেদন করতে হবে এবং দেশটি কী ধরনের সুরক্ষা দিয়ে থাকে। যদি এতে বিষয়টি স্পষ্ট না হয়, তাহলে যে কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে কাজ করা আইনি বিশেষজ্ঞদের বা স্থানীয় এলাকায় অভিবাসীদের সাহায্য করে এমন কোনো সংস্থার সাহায্য চাওয়ার পরামর্শ দেওয়া হয়।

প্রতিটি দেশের মতো, ইতালি অনুরোধ করে যে আপনি যত তাড়াতাড়ি আশ্রয় আবেদন জানাবেন, ততই ভালো। কেস্টুরা (পুলিশ স্টেশন) বা সীমান্ত পুলিশের কাছে আবেদন করতে হবে। তারপরে পুলিশ নাম নিবন্ধন করবে। নাম, উপাধি, স্থান এবং জন্ম তারিখ, জাতীয়তা নেবে এবং ছবি তুলবে এবং আঙুলের ছাপ চাইবে।

এরপর আন্তর্জাতিক সুরক্ষার জন্য প্রক্রিয়া শুরু করার জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। আঞ্চলিক কমিশন একটি নির্দিষ্ট সময় দেবে। কেন আশ্রয় চাইছেন তখন বলতে হবে। দেশে ফিরে যাওয়ার বিষয়ে ভয় থাকলে জানাতে হবে। কমিশন তারপর সিদ্ধান্ত নেবে আশ্রয় দেবে কি না। যদি প্রত্যাখ্যান করা হয়, তাহলেও আপিল করার অধিকার আছে। একে বলে রিকোর্সো।

সর্বশেষ - প্রবাস