বৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০২২ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

২৫ আগস্ট দিল্লীতে বসছে যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৮, ২০২২ ১:৫৭ অপরাহ্ণ

Spread the love

এক যুগ পর আগামী ২৫ আগস্ট দিল্লীতে বসছে যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলছেন, এবারের আলোচনায় তিস্তা চুক্তির বিষয়ে অগ্রগতি চায় বাংলাদেশ। এছাড়া জোর আলোচনা গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়েও। যার মেয়াদ শেষ হবে ২০২৬ সালে।

বাংলাদেশ-ভারতের অভিন্ন নদীগুলোর পানিবণ্টনসহ, অববাহিকার বিভিন্ন বিরোধ নিষ্পত্তিতে কাজ করে যৌথ নদী কমিশন। ১৯৭২ সালে এটি গঠিত হওয়ার পর অঙ্গীকার থাকলেও এর বৈঠক হয় না প্রতিবছর।

বিশেষ করে মন্ত্রী পর্যায়ের বৈঠক খুবই অনিয়মিত। দীর্ঘ একযুগ পর এবার দিল্লীতে হবে ওই বৈঠক, আগস্টের ২৫ তারিখ। অংশ নেবেন দুই দেশের পানিমন্ত্রীরা। তার দুই দিন আগে হবে সচিব পর্যায়ের বৈঠক।

বরাবরের মতো এবারও বাংলাদেশের দৃষ্টি বহুল আলোচিত তিস্তা চুক্তির দিকে। বিশেষ করে সামনের মাসের প্রথম সপ্তাহে দিল্লীতে বাংলাদেশ-ভারত প্রধানমন্ত্রীদের বৈঠকের আগে এ নিয়ে একটা ভালো অগ্রগতি দেখতে চায় ঢাকা।

এদিকে ২০২৬ সালে শেষ হবে গঙ্গা চুক্তির মেয়াদও। ফলে বাংলাদেশে পদ্মা নদীতে পানির প্রবাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এনিয়ে ৩৮তম যৌথ নদী কমিশন বৈঠকে জোর আলোচনা করবে পানিসম্পদ মন্ত্রণালয়।

পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলছেন, সুরমা ও কুশিয়ারা নদীর পানিবণ্টন নিয়েও আলোচনা হবে এবারের বৈঠকে।

 

সর্বশেষ - প্রবাস

Translate »