দেশের সব প্রান্ত থেকে প্রতিনিয়ত অসংখ্য মানুষ ঢাকামুখী হচ্ছে। তাই রাজধানীতে বসবাসরত স্বল্প আয়ের মানুষের জন্য সরকারের আশ্রয়ণ প্রকল্পের আদলে আবাসন তৈরির কথা ভাবছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এমনটিই জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) এর তথ্য মতে, জনঘনত্বের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর। এ শহরের জনসংখ্যা প্রায় ২ কোটি ১০ লাখ, যা দেশের মোট জনসংখ্যা প্রায় ১১ ভাগ। ঢাকা মহানগরীর প্রতি বর্গকিলোমিটারে পঞ্চাশ হাজারের বেশি লোকের বসবাস।
সর্বশেষ গত ২৭ জুলাই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, রাজধানীতে ১ কোটি ২ লাখের বেশি মানুষ বসবাস করে। ঢাকা উত্তর সিটির জনসংখ্যা ৫৯ লাখ ৭৯ হাজার ৫৩৭ জন। আর ঢাকা দক্ষিণ সিটির জনসংখ্যা ৪২ লাখ ৯৯ হাজার ৩৪৫। সে হিসাবে দুই সিটি করপোরেশনের মোট বাসিন্দা ১ কোটি ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন।
চারশো বছরের পুরাতন রাজধানী ঢাকা। অন্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, দাফতরিক কার্যক্রম, বাণিজ্য, অর্থনীতি আর জীবিকার কেন্দ্রস্থল এই নগরী। স্বল্প আয় থেকে উচ্চ আয়ের মানুষ বসবাস করে এখানে। এখন সরকার ঢাকাকে বাসযোগ্য করতে নানা উদ্যোগ নিয়েছে। কিন্তু এসবরে সঠিক সুফল পাচ্ছে না জনগণ। উল্টো নগরে যানজট, বায়ুদূষণ, জলাবদ্ধতা, বর্জ্য অব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যা বেড়েই চলছে।