মঙ্গলবার , ৫ জুলাই ২০২২ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বাংলাদেশের সঙ্গে দৃঢ় অর্থনৈতিক-বাণিজ্যিক সম্পর্কে আগ্রহী ইতালি

প্রতিবেদক
Probashbd News
জুলাই ৫, ২০২২ ১০:৪৮ অপরাহ্ণ

Spread the love

প্রথম অর্থনৈতিক কূটনীতি সপ্তাহ পালনের অংশ হিসেবে রোমে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য প্রসারের জন্য ‘ম্যাপিং এক্সারসাইজ: বাংলাদেশ-ইতালি বাণিজ্য এবং বিনিয়োগ সুযোগ’ শীর্ষক আলোচনা সভা করেছে বাংলাদেশ দূতাবাস। ৩০ জুন স্থানীয় একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়েছে।

শুরুতেই ইতালি, মন্টেনিগ্রো ও সার্বিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান তার স্বাগত বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বলেন, তার ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন এখন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর উদ্বোধনের সুসংবাদও উপস্থিত সবাইকে জানান তিনি।

এই সভা ইতালি ও বাংলাদেশের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে উল্লেখ করে শামীম আহসান বলেন, এক্ষেত্রে দু’দেশের প্রচুর সম্ভাবনা রয়েছে। সম্ভাবনাসমূহ কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কে গতিশীলতা আনারও যথেষ্ট সুযোগ আছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইতালির বিনিয়োগকারীরা বাংলাদেশে অধিকতর বিনিয়োগে এগিয়ে আসবেন।

সভায় অর্থনৈতিক মুক্তিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র মন্ত্রণলায়ের সচিব রাষ্ট্রদূত সাব্বির আহমেদ। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন টেকসই উন্নয়নের কেন্দ্রবিন্দু। ফুড প্রসেসিং, কৃষি, প্রযুক্তি, ব্লু ইকোনমি প্রভৃতি খাতে বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্র বের করে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার আহবান জানান তিনি।

এ সময় বাংলাদেশের উন্নয়নের প্রশংসা এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দৃঢ়তর করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ও দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান জিয়ানপাওলো নেরি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র, সম্ভাবনা ও সুযোগ সুবিধাগুলো বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি দু’দেশের মধ্যে একটি বিজনেস কাউন্সিল গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

দুই দেশের মধ্যে ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করে ইতালির বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের নেতৃবৃন্দ বাংলাদেশে বিনিয়োগ এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে একযোগে কাজ করবেন বলে জানান। সভায় টেক্সটাইল, চামড়া শিল্প, নবায়নযোগ্য শক্তি, কৃষি এবং ফুড প্রসেসিং, ফুড রিটেলিং এবং বেকারি, আইসিটি, সিরামিকস, লাইট ইঞ্জিনিয়ারিং, পাট এবং পাটজাত পণ্য, সোলার মডিউল, সুনীল অর্থনীতি, রোবোটিকস, স্বাস্থ্যসেবা খাতের যন্ত্রপাতি ও প্রযুক্তি ইত্যাদি খাতসমূহকে দু’দেশের সহযোগিতার সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সর্বশেষ - প্রবাস

Translate »