বুধবার , ১৫ জুন ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

জনগণকে চা পান কমানোর আহবান পাকিস্তানের

প্রতিবেদক
Probashbd News
জুন ১৫, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ

Spread the love

পাকিস্তানের নাগরিকদের চা খাওয়ার পরিমাণ কমাতে বলা হয়েছে। দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এই আহ্বান জানিয়েছেন। বুধবার (১৫ জুন) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, পাকিস্তানের অর্থনীতিকে চাঙ্গা রাখতে দেশটির এই মন্ত্রী জনগণকে চা পানের পরিমাণ কমাতে বলেছেন।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রিজার্ভ শেষের পথে। পাকিস্তানে এই মুহূর্তে যে পরিমাণ ফরেন কারেন্সি রয়েছে, তা দিয়ে সর্বোচ্চ দু’মাস চলা সম্ভব। তাই দেশটি যত সম্ভব আমদানি কমাতে চাচ্ছে। দেশটি চা আমদানিতে বিশ্বে শীর্ষে। পাকিস্তান গত বছর ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের চা আমদানি করেছে।

এই নিয়ে আহসান ইকবাল বলেন, পাকিস্তানকে যেহেতু চা আমদানি করতে হয়, তাই এর পেছনে যথেষ্ট পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। এ অবস্থায় দেশের মানুষ কিছুদিন চা কম খেলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

তিনি আরও বলেন, সবাইকে অনুরোধ করবো এক থেকে দুই কাপ চা কম পান করতে। এছাড়াও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ব্যবসায়ীদের দোকান রাত সাড়ে ৮টায় বন্ধ করা যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন তিনি।

গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ১ হাজার ৬০০ কোটি ডলার। জুনের প্রথম সপ্তাহে তা কমে ১ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে।

সর্বশেষ - প্রবাস