আগামী কয়েক বছরের মধ্যে ইউক্রেনের হয়তো অস্তিত্বই থাকবে না। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এই হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার (১৫ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বর্তমানে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ বলেন, আমি একটা রিপোর্ট দেখেছি যেখানে বলা হয়েছে ইউক্রেন তার ‘বিদেশি মালিকদের’ কাছ থেকে দুই বছরের মধ্যে বিতরণের জন্য অর্থপ্রদানসহ ধার-ইজারার অধীনে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) পেতে চায়। অন্যথায় দেশটি এই শীতে বরফে পরিণত হবে।
তিনি আরও বলেন, এখন প্রশ্ন হলো কে জানে আগামী দুই বছরের মধ্যে বিশ্ব মানচিত্রে ইউক্রেনের অস্তিত্ব থাকবে?
এদিকে রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্টের কথার জবাব দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের এক সহযোগী। তিনি বলেন, ইউক্রেন ছিল, আছে, থাকবে। প্রশ্ন হচ্ছে আগামী দুই বছরে মেদভেদেভ কই থাকবেন?
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।