বুধবার , ১৫ জুন ২০২২ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

অস্তিত্ব থাকবে না ইউক্রেনের? সাবেক রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারি

প্রতিবেদক
Probashbd News
জুন ১৫, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ

Spread the love

আগামী কয়েক বছরের মধ্যে ইউক্রেনের হয়তো অস্তিত্বই থাকবে না। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এই হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার (১৫ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বর্তমানে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ বলেন, আমি একটা রিপোর্ট দেখেছি যেখানে বলা হয়েছে ইউক্রেন তার ‘বিদেশি মালিকদের’ কাছ থেকে দুই বছরের মধ্যে বিতরণের জন্য অর্থপ্রদানসহ ধার-ইজারার অধীনে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) পেতে চায়। অন্যথায় দেশটি এই শীতে বরফে পরিণত হবে।

তিনি আরও বলেন, এখন প্রশ্ন হলো কে জানে আগামী দুই বছরের মধ্যে বিশ্ব মানচিত্রে ইউক্রেনের অস্তিত্ব থাকবে?

এদিকে রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্টের কথার জবাব দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের এক সহযোগী। তিনি বলেন, ইউক্রেন ছিল, আছে, থাকবে। প্রশ্ন হচ্ছে আগামী দুই বছরে মেদভেদেভ কই থাকবেন?

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

সর্বশেষ - প্রবাস

Translate »