সোমবার , ১৩ জুন ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

উত্তপ্ত রামগতি! রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

প্রতিবেদক
Probashbd News
জুন ১৩, ২০২২ ৩:২০ পূর্বাহ্ণ

Spread the love

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের চারটি ভোটকেন্দ্র লক্ষ্মীপুরের রামগতির চরগাজী ইউনিয়নে স্থাপন করা হয়েছে। এ নিয়ে বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে নির্বাচন নিয়ে কোনো সদুত্তর দিতে না পারলেও লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বলছে, আইনশৃঙ্খলা রক্ষায় তারা সতর্ক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ৪টি ভোটকেন্দ্র লক্ষ্মীপুরের রামগতির চরগাজী ইউনিয়নের স্থাপন নিয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা। এতে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কাও করছেন তারা।

আগামী ১৫ জুন (বুধবার) হাতিয়ার হরণী ইউপি নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করে। এতে লক্ষ্মীপুরের রামগতিতে ৪টি ভোটকেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়। কেন্দ্রগুলো হলো- চরগাজীর টাংকি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর তেগাছিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোল্লা গ্রাম নূরানী মাদরাসা ও ফরেস্ট সেন্টার প্রাথমিক বিদ্যালয়।

এ নিয়ে সম্প্রতি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের মীর আদর্শ গ্রাম, তেগাছিয়া বাজার ও টাংকি বাজারে বিক্ষাভ মিছিল করে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

মীর আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টাংকি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব এলাকার শতভাগ ভোটার রামগতির। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভোটকেন্দ্রগুলো তারা হরণী ইউনিয়ন এলাকায় সরিয়ে নিতে দাবি জানিয়েছে। কোনোভাবেই বিষয়টি মেনে নেবে না বলে জানায় তারা।

চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন বলেন, আমাদের ইউনিয়নে হরণীর বাসিন্দা নেই। ভোটকেন্দ্রগুলো সরিয়ে নেয়ার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। কিন্তু নেয়া হচ্ছে না। ভোটকেন্দ্র সরিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকরী সিদ্ধান্তের প্রত্যাশা করছি।

রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ বলেন, ইউপি নির্বাচন হবে পাশের উপজেলা হাতিয়ায় আর কেন্দ্র হবে রামগতিতে এটা হতে পারে না। এ নিয়ে আদালতেরও নিষেধাজ্ঞা রয়েছে। বর্তমানে ভোটকেন্দ্র নিয়ে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা রয়েছে।

লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ বলেন, ভোটকেন্দ্রগুলো সরিয়ে নিতে স্থানীয়রা বিক্ষোভ করেছে শুনেছি। তাদের দাবি ছিল, হাতিয়ার ভোটকেন্দ্র যেন তাদের এলাকায় না হয়। এ নিয়ে যেন আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেদিকে আমাদের লক্ষ্য রয়েছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার হোছাইন আকন্দ বলেন, চরগাজীর তিনটি বিদ্যালয়ে হরণীর ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। ওই এলাকায় কোনো বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলার অবনতি যেন না হয়, পুলিশ প্রশাসনসহ আমরা সতর্ক রয়েছি। সীমানা বিরোধ দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আমরা চিঠি পাঠিয়েছি।

রামগতির চরগাজী ইউনিয়নের তিনটি মৌজা নিয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলার সঙ্গে সীমানা বিরোধ রয়েছে। এ নিয়ে লক্ষ্মীপুর সাব জজ আদালতে মামলা (৭৩৯/২১) চলমান। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধীয় এলাকায় স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন আদালত। কিন্তু আগামী ১৫ জুন হাতিয়ার হরণী ইউপি নির্বাচনের ৪টি ভোটকেন্দ্র চরগাজীতে স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়।

ভোটকেন্দ্র ৪টি সরিয়ে নিতে চরগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন সম্প্রতি ঢাকায় নির্বাচন কমিশনের সচিবের কাছে লিখিত আবেদন করেন। কমিশনের নির্দেশনায় ২৬ মে নোয়াখালী নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন সরেজমিন ভোটকেন্দ্র এলাকা পরিদর্শন করেছেন।

সর্বশেষ - প্রবাস

Translate »