রবিবার , ১ মে ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

৫ ও ৬ মে দুই দিনব্যাপী ‘নোয়াখালী উৎসব’

প্রতিবেদক
Probashbd News
মে ১, ২০২২ ১২:০৮ পূর্বাহ্ণ

Spread the love

নোয়াখালী জেলার ২০০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ ও ৬ মে দুই দিনব্যাপী ‘নোয়াখালী উৎসব’ অনুষ্ঠিত হবে। জেলার শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। দুই দিনব্যাপী নোয়াখালী উৎসব উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য ফরিদা খানম সাকী। নোয়াখালী উৎসবের সমন্বয়ক অ্যাডভোকেট গোলাম আকবর জানান, নোয়াখালীর ২০০ বছরের ইতিহাস ও ঔতিহ্য সবার সামনে তুলে ধরার লক্ষ্যেই নোয়াখালী উৎসবের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে উৎসবের প্রথম পোস্টার ডিজাইন চূড়ান্ত করা হয়েছে। সূচনা অনুষ্ঠান শেষে এখন চলছে মূল আয়োজনের রেজিস্ট্রেশন পর্ব।

তিনি জানান, অনলাইন এবং সরাসরি দু’ভাবেই রেজিস্ট্রেশন করতে পারছেন সবাই। মঙ্গলবার (২৬ এপ্রিল) পর্যন্ত সরাসরি ১৩২ জন এবং অনলাইনে ২৫৭ জনসহ মোট ৩৮৯ জন উৎসবে অংশগ্রহণের লক্ষ্যে তাদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে। অনলাইনে গিয়ে যে কেউ https://is.gd/nu2022 লিংকে গিয়ে তাদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। নোয়াখালী উৎসবে দেশে বিভিন্নস্থানে অবস্থানরত বৃহত্তর নোয়াখালীর শিল্পী, সাহিত্যিক, গবেষক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তি উপস্থিত থাকবেন বলে গোলাম আকবর জানান।

এছাড়া ঐতিহ্যভিত্তিক শোভাযাত্রা, আলোচনা সভা, ছয়টি বিষয়ে সেমিনার-সিম্পোজিয়াম, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নোয়াখালীর কথাশিল্পীদের প্রকাশনার প্রদর্শনী, জেলার ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক চিত্রপ্রদর্শনী, শিল্পীদের আঁকা ছবি, তথ্যচিত্র প্রদর্শনী, জেলার ঐতিহ্যবাহী খাবার পরিবেশনা এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। উৎসবে কবি কাজী খসরু’র নোয়াখালীর আদি গীতিকাব্য : চৌধুরী লড়াই, ইতিহাস-গবেষক মো. ফখরুল ইসলামের ২০০ বছরের বৃহত্তর নোয়াখালী ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন, মুহম্মদ আবু তাহেরের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা : নোয়াখালীর অবদান প্রকাশিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ১৮২২ সালের ২৯ মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের ত্রিপুরা থেকে ফরমান জারির মাধ্যমে ভুলুয়া মহকুমা তথা বর্তমান নোয়াখালী জেলার প্রতিষ্ঠা হয়।

উৎসবের মিডিয়া পার্টনার নোয়া ভিশন ও প্রবাস বিডি নিউজ

সর্বশেষ - প্রবাস