আজ ভয়াল ২৯শে এপ্রিল। বাংলাদেশের উপকূলবাসীর স্বজন হারানোর দুঃসহ স্মৃতি বয়ে বেড়ানোর দিন। ১৯৯১ সালের এ দিনে এক মহাপ্রলয়ংকরি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ‘ম্যারি এন’ এ লন্ডভন্ড হয়ে যায় কক্সবাজারসহ বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলো।
স্বজন হারানো মানুষগুলোকে ৩১ বছর পরও তাড়িয়ে বেড়ায় সেই দুঃসহ স্মৃতি। এখনও বেদনায় কাতর সেসব মানুষ।
১৯৯১ সালের ২৯শে এপ্রিল রাতে কক্সবাজার, চট্রগ্রাম, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী ও বরগুনাসহ দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে প্রলয়ংকরি ঘূর্ণিঝড় ‘ম্যারি এন’। এসব উপকূল দিয়ে বয়ে যায় ১২ থেকে ২০ ফুট উচ্চতার জ্বলোচ্ছ্বাস। এতে অন্তত দুই লাখ মানুষ প্রাণ হারায়। নিখোঁজ হয় প্রায় এক লাখ মানুষ।
এছাড়া ঘূর্ণিঝড়ের তান্ডবে মারা যায় ৭০ হাজার গবাদী পশু, বিপুল সংখ্যক গাছপালা, মৎস্য ঘের ও ফসলি জমিসহ ব্যাপক সম্পদহানির ঘটনাও ঘটে।
নিহতের সংখ্যা বিচারে স্মরণকালের ভয়াবহতম ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ৯১-এর এই ঘূর্ণিঝড় একটি। ৯১-এর এই ভয়াল ঘটনা এখনও দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়ায় উপকূলবাসীকে। ঘটনার এত বছর পরও স্মৃতি থেকে মুছে ফেলতে পারছেন না সেই দুঃসহ দিনটি। গভীর রাতে ঘুম ভেঙে যায় জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ের কথা মনে হলে। নিহতদের লাশ, স্বজন হারানোদের আর্তচিৎকার আর বিলাপ বার বার ফিরে আসে তাদের জীবনে।