রবিবার , ২০ মার্চ ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রাশিয়ার ওপর পশ্চিমা দেশের নিষেধাজ্ঞা আপত্তিকর: চীন

প্রতিবেদক
Probashbd News
মার্চ ২০, ২০২২ ১:২২ অপরাহ্ণ

Spread the love

ইউক্রেনে অবরুদ্ধ মারিওপোল শহরে এবার আর্ট স্কুলে আশ্রয় নেয়া মানুষের ওপর বোমা হামলা হয়েছে। এই হামলায় অনেকে হতাহত হয়েছে বলে আশঙ্কা করছে শহর কর্তৃপক্ষ।
এরআগে ওই শহরে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধ চালানোর অভিযোগ আনেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে ইউক্রেন আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর পশ্চিমাদেশগুলোর অবরোধকে আপত্তিকর বলে মন্তব্য করেছে চীন।

রাশিয়া সীমান্তের কাছে পূর্ব ইউরোপে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ নিয়ে মস্কোর উদ্বেগের কথা জানিয়ে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লি ইউচেং শনিবার বলেছেন, রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তিধর দেশকে কোণঠাসা করে পূর্ব ইউরোপে জোটের আরও সম্প্রসারণের চেষ্টা থেকে ন্যাটোর সরে আসা উচিত।

গতকাল শনিবার বেইজিংয়ে একটি নিরাপত্তা ফোরামে লি ইউচেং বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ প্রতিনিয়তই আরও আপত্তিকর হয়ে উঠছে।’ কোনো কারণ ছাড়াই রাশিয়ার নাগরিকদের পশ্চিমের বিভিন্ন দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা হচ্ছে বলে দাবি করেন লি ইউচেং।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ হিসেবে পরিচিত চীনের উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘নিষেধাজ্ঞা দিয়ে যে কোনো সমস্যার সমাধান হয় না ইতিহাস বারবার আমাদের সেই প্রমাণ দিয়েছে। নিষেধাজ্ঞা শুধু সাধারণ মানুষের ক্ষতি করে। অর্থনীতি ও আর্থিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। ক্ষতিকর প্রভাব ফেলে বিশ্ব অর্থনীতিতে।’

রয়টার্স বলছে, চীন এখনো ইউক্রেন রাশিয়ার হামলার নিন্দা জানায়নি। পশ্চিমা দেশগুলোর মতো রাশিয়ার অভিযানকে আগ্রাসন বলে বর্ণনা করেনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত না হওয়ায় এক পাক্ষিক অভিহিত করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরোধিতা করছে। তবে যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সাইরেন আর বিমান হামলার শব্দে ঘুম ভাঙছে ইউক্রেনীয়দের। শহরে শহরে চলছে রুশ হামলা।

মারিওপোল শহরের নিয়ন্ত্রণ নিতে তুমুল লড়াই চলছে ইউক্রেন ও রুশ সেনাদের মধ্যে। এছাড়া মাইকোলাইভে রাশিয়ার বিমান হামলা অব্যাহত আছে। রুশ সেনাদের প্রতিহত করতে ওডেসায় গড়ে তোলা হয়েছে প্রতিরোধ।

তবে, হামলা চালাতে গিয়ে রুশ সেনারাই পড়েছে ব্যাপক ক্ষতির মুখে। এমন দাবি ইউক্রেনের প্রেসিডেন্টের। মারিওপোল শহরে রুশ বাহিনীর চালানো বর্বর হামলা মানুষ বহুদিন মনে রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, অবরুদ্ধ মারিওপোল শহরে একের পর এক হামলা চালিয়ে সন্ত্রাস কায়েম করেছে রাশিয়া। সেখানে রুশ সেনারা যা করছে তা সোজা কথায় যুদ্ধাপরাধ। এই বর্বরতা ইতিহাস ভুলবে না।

জেলেনস্কির এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই মারিওপোল শহরে একটি আর্ট স্কুলে আশ্রয় নেয়া ৪শ’ বেসামরিক নাগরিকের ওপর বোমা হামলা চালায় রুশ সেনারা। ধ্বংসস্তূপে অনেকে আটকা পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিক, ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর পশ্চিমাদেশগুলোর নিষেধাজ্ঞা আপত্তিকর বলে মন্তব্য করেছেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লি ইউচেং। বেইজিংয়ে একটি নিরাপত্তা ফোরামে তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, এক সময় ইতিহাস সাক্ষী দেবে ইউক্রেন ইস্যুতে সঠিক সিদ্ধান্ত নিয়েছে চীন। অন্য কোনো দেশের চাপে পড়ে চীন কোনো সিদ্ধান্ত নেবে না বলেও জানান তিনি। ইউক্রেনে যুদ্ধ ঘিরে চীনের অবস্থান পরিস্কার করতে মার্কিন চাপের মুখেই এমন কথা বললেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‍দুই শীর্ষ কর্তা।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর ৮শ’ ৪৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া দেশ ছেড়েছে ৩৩ লাখের বেশি মানুষ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের দাবি এপর্যন্ত ১৫ লাখ শিশু ইউক্রেন ছেড়েছে।

সর্বশেষ - প্রবাস

Translate »