সোমবার , ২৬ জুলাই ২০২১ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

চাকরিজীবী লীগ সম্পর্কে যা বললেন হেলেনা জাহাঙ্গীর

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২৬, ২০২১ ৭:১২ পূর্বাহ্ণ
চাকরিজীবী লীগ সম্পর্কে যা বললেন হেলেনা জাহাঙ্গীর

Spread the love

নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের উপকমিটির পদ হারানো হেলেনা জাহাঙ্গীর জানিয়েছেন চাকরিজীবী লীগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২৬ জুলাই) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি হেলেনা জাহাঙ্গীর, গতকাল থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করছি যে, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘‘বাংলাদেশ চাকুরীজীবি লীগ’’ নামে একটি সংগঠনের সাথে আমাকে জড়িয়ে বিভিন্নমুখী সংবাদ প্রচার হচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের কোনো সংগঠনের সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি ছোটবেলা থেকেই পারিবারিকভাবে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। বর্তমানে আলোচিত বিষয়টি আমি দলীয় সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনা করে শেষ করার সিদ্বান্ত নিয়েছি। এ সংক্রান্ত বিষয়ে আমার বক্তব্য তুলে ধরে সাইবার ক্রাইমে আইনগত ব্যবস্থা নিয়েছি।’

নানা সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় এসেছেন ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। এরই মধ্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ বাগিয়ে নেন। সম্প্রতি ‘চাকুরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হয়ে ফের আলোচনায় আসেন তিনি। তার এই সংগঠনের কর্মকাণ্ড ফেসবুকে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

সর্বশেষ - প্রবাস

Translate »