চলতি বছরের প্রথম ছয় মাসে নানা অজুহাতে দখলদার ইসরাইল নারী ও শিশুসহ সাড়ে পাঁচ হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।
ফিলিস্তিনের কয়েকটি মানবাধিকার সংগঠন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।
আটককৃতদের মধ্যে ১০৭ নারী এবং ৮৫৪টি শিশু রয়েছে। ফিলিস্তিনের অধিকার সংস্থা- কমিশন অব ডিটেইনিস অ্যাফেয়ার্স, দ্যা প্যালেটিনিয়ান প্রিজনার সোসাইটি, দ্যা আদামির প্রিজনার সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন এবং দ্যা ওয়াদি হিলওয়েহ ইনফরমেশন সেন্টার যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করে।
এর মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক ৩ হাজার ১০০ ফিলিস্তিনিকে আটক করে গত মে মাসে। এদের মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার করা হয় অবরুদ্ধ জেরুজালেম থেকে, ১ হাজার ৬৯৯ জনকে।
পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ইসরাইলের অবৈধ উচ্ছেদ অভিযানের প্রতিবাদ করায় গণহারে নিরপরাধ ফিলিস্তিনিদের গ্রেফতার করা হয়।
একদিকে তাদের ঘরবাড়ি দখল করা হয়, অন্যদিকে নির্বিচারে তাদের গ্রেফতার করা হয়।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে— ইসরাইলের বিভিন্ন কারাগারে গত ৩০ জুলাই পর্যন্ত ৪১ নারী ও ২২৫টি শিশুসহ ৪ হাজার ৮৫০ জন ফিলিস্তিনি আটক ছিলেন।