মঙ্গলবার , ৩ আগস্ট ২০২১ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বক্সিং রিংয়ে ইতিহাস গড়লেন জাপানের ইরি

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৩, ২০২১ ৮:০৭ পূর্বাহ্ণ
বক্সিং রিংয়ে ইতিহাস গড়লেন জাপানের ইরি

Spread the love

নারীদের বক্সিংয়ে ইতিহাস গড়লেন জাপানের ২০ বছর বয়সী তরুণী ইরি সেনা। দেশটির ইতিহাসে প্রথম নারী ক্রীড়াবিদ হিসেবে বক্সিং রিংয়ে জিতলেন স্বর্ণপদক। ফেদারওয়েট বক্সিংয়ে ৫৪-৫৭ কেজি শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

মঙ্গলবার কোকুগিকান এরেনায় ফিলিপাইনের নেস্তি পেটেসিওকে পাঁচজনের বিচারকের বিবেচনায় ৫-০ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতলেন ইরি সেনা। জাপানের ইতিহাসে এর আগে কোনো নারী বক্সার কোনো পদকই জিততে পারেননি।

প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করা এ লড়াইয়ে তিন রাউন্ড শেষে পাঁচ বিচারকের বিচারেই প্রতিপক্ষের চেয়ে বেশি পয়েন্ট পেয়েছেন ইরি। পঞ্চম বিচারক তাকে দিয়েছেন পূর্ণ ত্রিশ পয়েন্ট।

তবে পেটেসিওর প্রতিরোধের মুখে ইরি নিশ্চিত ছিলেন না, আদৌ ফাইট জিততে পারবেন কি না। স্বর্ণ জেতার পর তিনি বলেছেন, ‘বারবার আমাকে পেছাতে হচ্ছিল। তাই মনে হচ্ছিল হয়তো হেরে যাচ্ছি। শেষ পর্যন্ত জিততে পেরেছে অনেক খুশি।’

রৌপ্যপদক জিতেও সন্তুষ্ট পেটেসিও বলেছেন, ‘এই পদক শুধু আমার নয়, এটা আমার দেশের জন্য, আমার কোচের জন্য, আমার প্রিয় বন্ধুর জন্য, যে গত বছর মারা গেছে। আমি এই পদক আমার পরিবারকে উৎসর্গ করছি, আমার দেশ ও ঈশ্বরকে উৎসর্গ করছি।’

এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন গ্রেট ব্রিটেনের ক্যারিস আর্টিংসটল ও ইতালির ইরমা তেস্তা।

সর্বশেষ - প্রবাস