মঙ্গলবার , ৩ আগস্ট ২০২১ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

হঠাৎ বিস্ফোরণে সবুজ হয়ে গেল তুরস্কের আকাশ

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৩, ২০২১ ৮:৩২ পূর্বাহ্ণ
হঠাৎ বিস্ফোরণে সবুজ হয়ে গেল তুরস্কের আকাশ

Spread the love

হঠাৎ আকাশে বিকট শব্দে বিস্ফোরণ। আকাশ ছেয়ে গেল সবুজ আলোকচ্ছটায়। ভীষণ অবাক হয়ে সে ঘটনার সাক্ষী হয়েছেন তুরস্কের ইজমিরের বাসিন্দারা।

টুইটারে ওই সময়কার ভিডিও শেয়ার করেছেন এহসান এলাহি নামে এক ব্যক্তি। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, তুরস্কের ইজমিরে একটা সবুজ উল্কা দেখা গেছে। তবে এটা উল্কা নয়। ছোটো কোনো ক্ষেপণাস্ত্র কিংবা বোমা, যা স্যাটেলাইট থেকে ছোঁড়া হয়েছে। কারণ উল্কাপাত হলে বিস্ফোরণের জের ভূপৃষ্টেও চলে আসত।

এদিকে স্থানীয় অনেকেই আবার বিস্ফোরণের কারণে রকেট কিংবা স্যাটেলাইটের ধ্বংসাবশেষ পাওয়ার গুজব ছড়িয়ে দেন। কেউ কেউ আবার আরেকটু এগিয়ে ভিনগ্রহের প্রাণীদের ফ্লাইং সসারের তত্ত্ব দাঁড় করান।

এমনকি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুজব। তবে সব গুজবে পানি ঢেলে তুরস্কের অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক ড. হাসান আলী দাল জানান, উল্কাপাতের কারণেই সেখানে বিস্ফোরণ ঘটেছে। উল্কা সাধারণত বায়ুমণ্ডলে এসে বিস্ফোরিত হয়। সাধারণত মানুষ একে উড়ন্ত তারা বলে থাকে। তবে উল্কাবৃষ্টির সময় এমন বিস্ফোরণ হতে পারে।

‘পার্সেইড উল্কাবৃষ্টি’ হিসেবে পরিচিত এই উল্কাপাত প্রতিবছরের জুলাই ও আগস্ট মাসে হয়ে থাকে। আকাশে ৫০টির মতো উল্কা ঘণ্টায় এক লাখ মিটার প্রতি ঘণ্টায় গতিতে ধেঁয়ে এসে বিস্ফোরিত হয়। যদিও বিস্ফোরণের কারণে উল্কার অবশিষ্টাংশ অধিকাংশ সময়ই পৃথিবীতে পৌঁছায় না।

সর্বশেষ - প্রবাস