ফেসবুকের পর এবার প্রযুক্তি খাতে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি গুগল গত মে ও জুন মাসে তাদের বাংলাদেশের ব্যবসা থেকে ২ কোটি ৩০ লাখ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিয়েছে।
গত মাসে আরেক টেক জায়ান্ট ফেসবুক প্রায় আড়াই কোটি ভ্যাট জমা দেয়। বাংলাদেশে ব্যবসা করে এমন নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠানের মধ্যে ফেসবুক প্রথম ভ্যাট রিটার্ন জমা দিয়েছে।
গুগল ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত প্রতিষ্ঠান। গত ২৩ মে গুগল এশিয়া প্যাসিফিক লিমিটেড নামে সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার করে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ভ্যাট নিবন্ধন নিয়েছে প্রতিষ্ঠানটি। সিঙ্গাপুরের সিটিব্যাংক এনএ ব্যাংকের ভ্যাটের টাকা পাঠিয়েছে গুগল। মে মাসের বাবদ ৫৫ লাখ ৫৬ হাজার ৭০৪ টাকা আর জুন মাস বাবদ এক কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৮৩২ টাকা দিয়েছে গুগল।
ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমীলা সরকার সমকালকে জানান, গুগল ভ্যাটের রিটার্ন জমা দেয়নি। তাদের সংগৃহীত ভ্যাট ব্যাংকের মাধ্যমে জমা করেছে।
সুত্র জানায়, গুগল এ দেশে বিজ্ঞাপন প্রচারসহ নানা ধরনের সেবা দিয়ে থাকে। ওইসব সেবায় ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। এর আগেও গুগল, ফেসবুক তাদের সেবার বিপরীতে ভ্যাট পরিশোধ করতো। ব্যাংকের মাধ্যমে তাদের পাওনা নেওয়ার সময় স্বয়ংক্রীয়ভাবে ব্যাংক কর্তৃপক্ষ ভ্যাট কেটে রাখতো। এতে ভ্যাট পাওয়া গেলেও কোন প্রতিষ্ঠান, কী ধরনের সেবা নিচ্ছে তা বোঝা যেতো না। প্রতিষ্ঠানগুলো ভ্যাটের নিবন্ধন নেওয়ার তারা বিস্লারিত তথ্যসহ ভ্যাটের টাকা জমা দিচ্ছে। ফলে কোন প্রতিষ্ঠান কত টাকার সেবা বিক্রি করেছে, সেই তথ্যসহ যাবতীয় আয়-ব্যয়ের তথ্য থাকছে ভ্যাট কর্তৃপক্ষের কাছে।
এ পর্যন্ত চারটি অনাবাসী প্রতিষ্ঠান (যাদের এ দেশে ব্যবসা থাকলেও স্থায়ী কার্যালয় নেই) ভ্যাটের নিবন্ধন নিয়েছে। গুগল, ফেসবুক ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো আমাজন ও মাইক্রোসফট। গত ২৭ মে আমাজন ভ্যাট নিবন্ধন নিয়েছে। আর ১ জুলাই মাইক্রোসফট ভ্যাট নিবন্ধন নেয়। মাইক্রোসফট আগস্টে রিটার্ন দেওয়া শুরু করবে।
ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, আমাজন ইতিমধ্যে ভ্যাট রিটার্ন দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেছে। কর্তৃপক্ষ তাদের আবেদনে সাড়া দিয়েছে।