শুক্রবার , ৬ আগস্ট ২০২১ | ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

গণটিকার বয়সসীমা নিয়ে নতুন যে সিদ্ধান্ত হলো

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৬, ২০২১ ১১:০৯ পূর্বাহ্ণ
গণটিকার বয়সসীমা নিয়ে নতুন যে সিদ্ধান্ত হলো

১৮ বছর ও তদূর্ধ্ব বয়সীদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে (গণটিকা) যুক্ত করার কথা বলেছিল সরকার। কিন্তু এখন গণটিকার বয়সসীমা ২৫ বছর ও তদূর্ধ্বই রাখা হয়েছে। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন,  ১৮ বছর বয়সী অনেকেরই জাতীয় পরিচয়পত্র নেই। তাদের টিকা দিতে গেলে মাঠে বিশৃঙ্খলা তৈরি হবে, যা সামাল দেওয়া যাবে না। 

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে নতুন নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীকে টিকা দেওয়া হবে। ক্যাম্পেইন শুরুর প্রথম দুই ঘণ্টা অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়সের জনগোষ্ঠী, নারী এবং শারীরিক প্রতিবন্ধীদের টিকা দেওয়া হবে। তবে এই ক্যাম্পেইনে গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের টিকা দেওয়া হবে না।’

এতে আরও বলা হয়, ‘টিকা নিতে জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড (যারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন) সঙ্গে আনতে হবে। ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলাকালে শুধু প্রথম ডোজ টিকা দেওয়া হবে। পরবর্তী মাসে একইভাবে ক্যাম্পেইনের মাধ্যমে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।’

‘টিকাদান সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলবে এবং শেষ টিকা প্রদানের পর ভ্যাকসিনেশন টিম কেন্দ্রে ১ ঘণ্টা অবস্থান করবে। তবে, নিয়মিত ইপিআই টিকাদান সেশন পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী চলমান থাকবে। নিয়মিত ইপিআই টিকাদান সেশন কোনোভাবেই বন্ধ করা যাবে না।’  

টিকা নিতে নিবন্ধন করতে সরকারি সুরক্ষা অ্যাপে ২৫ বছরের নাগরিকদের জন্য গত ২৯ জুলাই উন্মুক্ত করা হয়। তখন জানানো হয়, ১৮ বছর বয়সীদেরও করোনার টিকা দেওয়া হবে। শুরুতে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। পরে তা কমিয়ে ৪০ বছর করা হয়। তৃতীয় দফায় ৩৫, চতুর্থ দফায় তা আরও কমিয়ে ৩০ বছর করা হয়, যা বর্তমানে ২৫ বছর। 

উল্লেখ্য, আগামী ১৪ আগস্ট থেকে গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম বলেন, ক্যাম্পেইনের আওতায় আপাতত একদিন (৭ আগস্ট) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাতদিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পেইন চালু হবে। তবে চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
জার্মানির বিপক্ষে পুরুষদের হারের প্রতিশোধ নিল আর্জেন্টিনা নারীরা

জার্মানির বিপক্ষে পুরুষদের হারের প্রতিশোধ নিল আর্জেন্টিনা নারীরা

রুশ হামলার পর ইউক্রেনের বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎহীন: জেলেনস্কি

ইয়েমেনে সৌদি বিমান হামলার নিন্দা জাতিসংঘের

ইয়েমেনে সৌদি বিমান হামলার নিন্দা জাতিসংঘের

মমতা মুখ্যমন্ত্রী না হলে নুসরাত কি এত সুবিধা পেতেন?

মমতা মুখ্যমন্ত্রী না হলে নুসরাত কি এত সুবিধা পেতেন?

চুয়াডাঙ্গার দর্শনায় ঢাকাগামী সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্র্রেনের যাত্রাবিরতির দাবীতে গণসমাবেশ অনুষ্ঠিত

মালয়েশিয়ায় বিদেশি শ্রমনির্ভর সেক্টরে কর্মী নিয়োগের দাবি

মালয়েশিয়ায় বিদেশি শ্রমনির্ভর সেক্টরে কর্মী নিয়োগের দাবি

শৈত্যপ্রবাহ অব্যাহত, শীতে কাঁপছে দেশ

শৈত্যপ্রবাহ অব্যাহত, শীতে কাঁপছে দেশ

নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল আরও ৪২ নিরীহ ফিলিস্তিনি নিহত

ওয়েটার থেকে শতকোটি টাকার মালিক মুক্তার, যুক্তরাষ্ট্রে গাড়ি-বাড়ি

পাঁচ মাসে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৭ জনের

পাঁচ মাসে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৭ জনের

Translate »