২০১৭ সালে সবাইকে অবাক করে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন নেইমার। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড ফ্রেঞ্চ দলটিতে যোগ দেন ২২২ মিলিয়ন ইউরোতে। যা এখনও পর্যন্ত দলবদলে বিশ্বরেকর্ড। লিগ ওয়ানে কয়েক মৌসুম পার করলেও বারবার বার্সার সাবেক সতীর্থ লিওনেল মেসির সঙ্গে খেলার ইচ্ছা পোষণ করেন নেইমার। অনেকেই মনে করছিলেন হয়তো কাতালান দলটিতেই আবারও ফিরতে দেখা যাবে তাকে। বার্সায় না গেলেও দুই তারকাকে আবারও দেখা যাবে একই দলের হয়ে খেলতে। কারণ প্যারিসে পাড়ি জমাচ্ছেন খোদ মেসিই।
২০১৩ সালে বার্সেলোনায় নাম লেখান নেইমার। মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে জিতেছেন। একটি করে চ্যাম্পিয়নস লিগ, সুপারকোপা ডি এস্পানা ও ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছেন তারা। এবার নতুন ইতিহাস গড়ার অপেক্ষায়। লিগ ওয়ানে পিএসজির জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার ফুটবলের দুই তারকাকে।
ইউরোপের গণমাধ্যমগুলো এরইমধ্যে পিএসজিতে মেসির যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবারই (১০ আগস্ট) বার্সেলোনা থেকে প্যারিসে উড়ে যাবেন মেসি। বুধবার (১১ আগস্ট) আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে দুই পক্ষের।
সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, প্রাথমিকভাবে আগামী দুই মৌসুমের জন্য চুক্তি হচ্ছে মেসি-পিএসজির। মৌসুম প্রতি ৩৫ মিলিয়ন ইউরো পাবেন মেসি। যা বাংলাদেশি মুদ্রায় ৩৪৮ কোটি ৩২ লাখ টাকারও বেশি।