আধুনিক বিজ্ঞানমনস্ক মানবিক সমাজ গড়ার হাতিয়ার হলো শিক্ষা। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাক্রম পরিবর্তন ও পরিমার্জন করার প্রয়োজন পড়ে।
একটি সময়োপযোগী প্রযুক্তিনির্ভর বিজ্ঞানসম্মত মানবিক শিক্ষাব্যবস্থার রূপরেখা তুলে ধরা হয়েছে প্রস্তাবিত শিক্ষাক্রমে। এতে প্রাক-প্রাথমিক পর্যায় থেকে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ব্যবস্থা থাকছে, যাতে শিক্ষার্থীরা পরীক্ষাভীতি এড়িয়ে আনন্দের সঙ্গে জ্ঞান অর্জন করতে পারে।
এ ব্যবস্থা চালু হলে কেবল একাদশ শ্রেণিতে শিক্ষার্থীরা একটি বিভাগ (বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা) পছন্দ করে পড়বে। ফলে এইচএসসি পর্যায়ে গিয়ে একজন শিক্ষার্থী নিজেকে কোন্ বিষয়ে পারদর্শী করবে, সেই সিদ্ধান্ত নিজেই নিতে পারবে।
তখন কেউ নিজ বিভাগ থেকে ছিটকে পড়বে না। পাশাপাশি নবম শ্রেণি পর্যায়ে শাখা বাছাইয়ের ঝামেলা থেকেও মুক্তি পাবে ছাত্র-শিক্ষক-অভিভাবক সবাই।
প্রস্তাবিত শিক্ষাক্রমে ক্লাসের পড়ালেখাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। পরীক্ষার পাশাপাশি ক্লাসরুমের ধারাবাহিক মূল্যায়ন বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
এ কারণে শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা কমবে। শিক্ষার্থীরা প্রতিযোগিতার মনোভাব পরিহার করে একাডেমিক পড়ালেখার বাইরে গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী, কবিতা, বিজ্ঞান, কৃষি ও অন্যান্য বই পড়ার সুযোগ পাবে।
প্রস্তাবিত নতুন শিক্ষাক্রম আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষে পরিণত করতে সহায়ক হবে বলে আমার বিশ্বাস। এই শিক্ষাক্রমে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষামুক্ত, প্রাথমিক সমাপনী ও অষ্টম শ্রেণির জেএসসি/জেডিসি পরীক্ষা বাতিল করে শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক বিকাশের জন্য সৃজনশীল কাজের মধ্য দিয়ে পাঠদান করা হবে। এছাড়া মাধ্যমিক পর্যায়ে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, ধর্ম, স্বাস্থ্য শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং কারিগরি শিক্ষার একটি ট্রেড কোর্স
সবাইকে অবশ্যই পড়তে হবে। ফলে শিক্ষার্থীরা জীবন ও জীবিকা সম্পর্কে সম্যক ধারণা পাবে। শিক্ষাক্রমের সঙ্গে এই জীবন
ও জীবিকার সম্পর্ক যে দেশ যত বেশি
সমন্বয় করতে পারবে, সেই দেশ তত বেশি এগিয়ে যাবে।
এক কথায়, এই শিক্ষাক্রম বাস্তবায়িত হলে তা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের একটি সময়োপযোগী, বাস্তব জীবনমুখী ও জীবিকানির্ভর দক্ষ মানবসম্পদে পরিণত করতে সহায়ক হবে।
অধ্যাপক প্রদীপ চক্রবর্তী : চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রাম