মাত্র ২৩ রানে ৭ উইকেট নিলেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ম্যাট হেনরি। নিলেন এক ওভারে ৩ উইকেটও। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন সকালেই দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেছে ৯৫ রানে। সবশেষ ২৩ ম্যাচে এটি প্রোটিয়াদের সর্বনিম্ন সংগ্রহ। নিউজিল্যান্ডের বিপক্ষেও সর্বনিম্ন। ১৯৩২ সালের পর প্রথমে ব্যাটিং করে এই প্রথম একশ রানের নিচে গুটিয়ে গেল তারা।
জুবায়ের হামজার ২৫ রানই দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ। হামজার সঙ্গে কাইল ভেরিনের ৩৩ রানের জুটি ছাড়া ভালো কোনো জুটিও নেই।
ট্রেন্ট বোল্টের জায়গায় ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড দলে খেলছেন ম্যাট হেনরি। কিউইদের সবশেষ ৫ টেস্টে খেলেননি তিনি। ক্রাইস্টচার্চের হেগলি ওভালের বোলিং সহায়ক উইকেটের সদ্ব্যবহার করেছেন। টেস্টের প্রথম সকালে বল যথেষ্ট সুইং করছিল, মুভমেন্টও ছিল, হেনরি সবকিছুকেই কাজে লাগিয়েছেন দারুণভাবে।
মাত্র ৩৭ রানের মধ্যেই দক্ষিণ আফ্রিকা টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারায়। তারা মধ্যাহ্নবিরতিতে যায় ৪ উইকেটে ৪৪ রান নিয়ে। হেনরি বিরতির পর আরও ৪ উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে খাদের কিনারে ঠেলে দেন। চা বিরতির আগেই গুটিয়ে যায় প্রোটিয়ারা।
হামজা আর ভেরিন প্রতিরোধ গড়তে চেয়েছিলেন। ষষ্ঠ উইকেটে ৩৩ রানের জুটিও গড়েছিলেন। হেনরি দুজনকেই ফেরান। সেই সঙ্গে কাগিসো রাবাদা আর গ্লেটন স্টারমানও শিকার হন তাঁর। এই চারজনকেই তিনি ফেরান মাত্র ৮ বলের এক ঝড়ে। হেনরির ৭ উইকেটের পাশাপাশি টিম সাউদি, কাইল জেমিসন ও নিল ওয়াগনার নিয়েছেন একটি করে উইকেট।
৯৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ড স্কোরবোর্ড ১১১ রান তুলেছে তারা ৩ উইকেট হারিয়ে। ফিরেছেন টম ল্যাথাম, উইল ইয়ং ও ডেভন কনওয়ে। হেনরি নিকোলস ও নিল ওয়াগনর জুটি বেঁধে এ মুহূর্তে দলকে এগিয়ে নিচ্ছেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ডুয়ানে অলিভিয়ার নিয়েছেন ২ উইকেট, মার্কো জানসেন একটি।