সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম রিং আইডির ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। রিং আইডি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম হলেও এর মাধ্যমে নানা ধরনের সেবা দিয়ে গ্রাহকদের থেকে অর্থ সংগ্রহ করেছে তারা, যা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
একই সঙ্গে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্ট্রিমকারসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের হিসাবও জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সম্প্রতি ব্যাংকগুলোয় এসব হিসাব তলবের চিঠি পাঠানো হয়।
বিএফআইইউর কর্মকর্তারা বলছেন, বিভিন্ন সংস্থার তদন্তের জন্য এসব হিসাব তলব করা হয়েছে। অনুরোধ এলে এসব হিসাব স্থগিত করা হবে।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে রিং আইডি ডিস্ট্রিবিউশন লিমিটেড ও রিং আইডি বিডি লিমিটেডের নামে ব্যাংক হিসাব থাকলে তা জানাতে বলা হয়েছে। রিং আইডি ডিস্ট্রিবিউশনের ঠিকানা উল্লেখ রয়েছে গুলশানের নিকেতনের ৫৭ নম্বর বাড়ি। আর রিং আইডি বিডির ঠিকানা দেওয়া হয়েছে রাজধানীর মহাখালীর খাজা টাওয়ার।
সাম্প্রতিক সময়ে কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে টাকা নিয়ে পণ্য না দেওয়ার অভিযোগ উঠেছে। আবার সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে গ্রাহকদের থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।