জাপানের রাজধানী টোকিওতে শিনকিউকু আর্ট অ্যাসোসিয়েশন আয়োজিত কিউকো বি হোন তেন আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে পুরস্কার পেয়েছেন বাংলাদেশি প্রবাসী চিত্রশিল্পী মোহাম্মদ সোলায়মান হোসাইন সালমান। চিত্র প্রদর্শনীটির ২৭তম আয়োজনে ২৭১জন চিত্রশিল্পীর ৩৮৯টি চিত্রকর্মের মধ্যে নেপাল অ্যাম্ব্যাসি অ্যাওয়ার্ড এবং ওশিনোমুরা মেয়র অ্যাওয়ার্ড জিতে নেন তিনি।
টোকিও মেট্রোপলিটন আর্ট মিউজিয়ামে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ওই চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে সালমানের শিল্পকর্মের পাশাপাশি বাংলাদেশের আরও ১০ জন শিল্পীর ১০টি চিত্রকর্মও পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হবে আগামীকাল ৫ অক্টোবর। প্রদর্শনীতে অংশগ্রহণকারী ২৭১ জন চিত্রশিল্পীর মধ্যে ১০ জন বাংলাদেশি চিত্রশিল্পী এবং ১০০ জন বাংলাদেশি শিশুশিল্পীও রয়েছেন। এ ছাড়াও ঘানা, চীন, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, নেপাল এবং স্থানীয় জাপানি চিত্রশিল্পীরা এতে অংশ নেন।
প্রদর্শনীতে চিত্রশিল্পী সালমানের মাউন্ট ফুজি এবং ওশিনো হাক্কাইর প্রাকৃতিকভাবে সৃষ্ট আটটি পুকুরের নৈসর্গিক সৌন্দর্যকে কেন্দ্র করে আঁকা ৯টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে সালমান আরটিভি নিউজকে বলেন, ‘প্রত্যেকেই তার কাজের স্বীকৃতি পেতে চায়, আমিও তার ব্যতিক্রম নই। প্রথম বাংলাদেশি হিসেবে নেপাল অ্যাম্ব্যাসি অ্যাওয়ার্ড এবং ওশিনোমুরা মেয়র অ্যাওয়ার্ড পেয়েছি। একই প্রদর্শনীতে দুটি রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্তি আমাকে যারপরনাই অভিভূত করেছে।’
এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ১০০ শিশুশিল্পীর ফুজি পাহাড়ের ওপর ভিত্তি করে অঙ্কিত চিত্রকর্ম এবং জাপানিজ শিশুদের লেখা কবিতাও প্রদর্শিত হচ্ছে প্রদর্শনী।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে শিনকিউকু আর্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ এবং নেপাল দূতাবাসকে দুটি চিত্রকর্ম উপহার দেয়া হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের পক্ষে উপহার গ্রহণ করেন।