বুধবার , ২৭ অক্টোবর ২০২১ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করল ওয়াশিংটন

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ২৭, ২০২১ ১১:২৮ পূর্বাহ্ণ
চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করল ওয়াশিংটন

Spread the love

চীনের অন্যতম বৃহৎ টেলিকম কোম্পানি চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করেছে ওয়াশিংটন। ‘জাতীয় নিরাপত্তা’ নিয়ে উদ্বেগ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওয়াশিংটন জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, এর ফলে চায়না টেলিকমকে ৬০ দিনের ভেতরেই যুক্তরাষ্ট্র থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে। 

যুক্তরাষ্ট্রে প্রায় ২০ বছর ধরে টেলিকম সেবা দিয়ে আসা চায়না টেলিকম ওয়াশিংটনের এ সিদ্ধান্তকে ‘হতাশাজনক’ বলে অ্যাখ্যা দিয়েছে।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলছে, গ্রাহকদের সেবা অব্যাহত রাখার জন্য সম্ভাব্য সব বিকল্প উপায় অনুসরণের পরিকল্পনা করছি আমরা। 

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, কোম্পানিটির ওপর চীন সরকারের নিয়ন্ত্রণ থাকায় তা বেইজিংকে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থায় প্রবেশ, তথ্য সংরক্ষণ, যোগাযোগ বিঘ্নিত ও তা ভুল পথে পরিচালিত করার সুযোগ দিচ্ছিল।

এই সুযোগকে তারা ‘গোয়েন্দাগিরি বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ধরনের ক্ষতিকর কর্মকাণ্ডে’ কাজে লাগাতে পারে। 

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) ২০২০ সালের এপ্রিলেই চায়না টেলিকম আমেরিকাস ‘চীন সরকারের শোষণ, প্রভাব ও নিয়ন্ত্রণের বিষয় হওয়ায়’ কোম্পানিটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হতে পারে বলে সতর্ক করেছিল।

সর্বশেষ - প্রবাস

Translate »