সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ২১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে নিহত বেড়েছে ৫০, আহত শতাধিক

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ৬, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ

Spread the love

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি স্কুলভবন ধসে পড়ায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০৪ জন। এখনও নিখোঁজ রয়েছেন ১৮ জন।

রোববার (৫ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা বাসারনাসের (ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি) অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও।

তিনি জানান, এখন পর্যন্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১০৪ জনকে। ধসে যাওয়া ভবনটির প্রায় ৬০ শতাংশ ধ্বংসাবশেষ সরানো হয়েছে বলেও জানান তিনি।

উদ্ধারকারীরা জানান, ধসে যাওয়া স্কুল ভবনের সঙ্গে লাগানো একটি অন্য ভবনও ধসে পড়ে। ফলে পুরো স্কুলচত্বরই ধ্বংসস্তূপে পরিণত হয়। নিখোঁজদের অনেকেই এই সংলগ্ন ভবনটির ধ্বংসস্তূপে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

স্কুলটির একাধিক শিক্ষক জানিয়েছেন, শ্রেণীকক্ষের সংখ্যা বাড়াতে ভবনের ছাদে নতুন তলা নির্মাণের কাজ চলছিল। তবে এর জন্য যে পর্যাপ্ত ফাউন্ডেশন প্রয়োজন ছিল, তা ছিল না বলেও অভিযোগ ওঠেছে।

দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর শতাধিক সদস্য উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। এখনও জীবিতদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা।

সর্বশেষ - সাহিত্য

Translate »