শুক্রবার , ৫ নভেম্বর ২০২১ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সৌদি-ইসরায়েল সম্পর্ক বাড়াতে মার্কিনিদের দৌড়ঝাঁপ

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ৫, ২০২১ ১২:৩৩ অপরাহ্ণ
সৌদি-ইসরায়েল সম্পর্ক বাড়াতে মার্কিনিদের দৌড়ঝাঁপ

Spread the love

সম্প্রতি সৌদি আরব সফরে গিয়েছিল ইহুদি আমেরিকানদের একটি প্রতিনিধি দল। সৌদি ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে তারা মধ্যপ্রাচ্যের দেশটিতে যান। প্রতিনিধি দলের এক সদস্য জানিয়েছেন, এ বিষয়ে আগামী কয়েক মাস অথবা বছরখানেকের মধ্যে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি হতে পারে। শুক্রবার (৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রপরিচালিত টেলিভিশন প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০ সদস্য বিশিষ্ট ইহুদি আমেরিকান ওই প্রতিনিধি দলের নেতারা সৌদির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। যার মধ্যে সৌদি সরকারের ছয়জন মন্ত্রী ও রাজ পরিবারের শীর্ষ প্রতিনিধিরাও রয়েছেন। সৌদি সরকারের আমন্ত্রণে ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের সমর্থনে এ সফর হয়েছে বলে জানা গেছে।

প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক শিথিল করেছিল সংযুক্ত আরব আমিরাত। ২০২০ সালে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা হয়।

এখন সৌদি আরবও তাদের নাগরিকদের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রস্তুত করছে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্য ও ইহুদি আমেরিকান ব্যবসায়ী ফিল রোজেন। তিনি বলেন, আগামীতে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হলে আমি অবাক হবো না।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে এরই মধ্যে মধ্যপ্রাচ্যর দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি করেছে। এর মাধ্যমে দেশগুলোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়।

তবে এসব চুক্তির বিরোধিতা করে তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক শিথিল করায় এসব আরব দেশকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে বিক্ষোভ করেছে তারা।

সর্বশেষ - প্রবাস

Translate »