বুধবার , ১২ মার্চ ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলো ইউক্রেন

প্রতিবেদক
Probashbd News
মার্চ ১২, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের দেয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইউক্রেন। চুক্তিটি এখন রাশিয়ার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সৌদি আরবে দীর্ঘ বৈঠক শেষে প্রাথমিকভাবে ৩০ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় কিয়েভ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জেদ্দায় আয়োজিত বৈঠকে ওয়াশিংটনের প্রস্তাব মেনে নেয় কিয়েভ। যুক্তরাষ্ট্র-ইউক্রেনের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অবিলম্বে ৩০ দিনের একটি অন্তবর্তীকালীন যুদ্ধবিরতি কার্যকর হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সমঝোতায় এই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতি বাস্তবায়ন হলে তা যুদ্ধরত পক্ষগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে রাশিয়ার প্রতিক্রিয়া এবং চুক্তির কার্যকারিতা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

এদিকে মস্কোর ওপর ইউক্রেনের বিশাল ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল।

সর্বশেষ - প্রবাস

Translate »