আন্তর্জাতিক ডেস্ক
বেলারুশ সীমান্তের কাছে পোল্যান্ড থেকে এক সিরীয় অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) পোল্যান্ড পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। বেলারুশ ও পোল্যান্ড সীমান্তে সম্প্রতি অভিবাসন সংকট তীব্র আকার ধারণ করেছে। দেখা দিয়েছে মানবিক সংকটও। বেলারুশ থেকে পোল্যান্ডে প্রবেশের জন্য হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী সীমান্তে অপেক্ষা করছে। তবে এসব ঘটনার জন্য বেলারুশকেই দায়ী করছে ইউরোপীয় ইউনিয়ন।
মধ্যপ্রাচ্য থেকে আসা হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী বেলারুশ ও পোল্যান্ড সীমান্তে জঙ্গলে তীব্র শীতের মধ্যেই অবস্থান করছেন। ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশ পোল্যান্ড এসব অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে।
অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বেশ কয়েকজন এরই মধ্যে মারা গেছেন। শীতের তীব্রতা বাড়ায় পরিস্থিতি খারাপ হওয়ায় বাকিদের নিরাপত্তা নিয়েও ঝুঁকি তৈরি হয়েছে।
পোডলাস্কা পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, গতকাল বনের মধ্যে সীমান্তের কাছে সিরিয়ার এক অভিবাসনপ্রত্যাশীর মরদেহ পাওয়া গেছে। তবে কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সে ব্যাপারে কিছু জানায়নি পোল্যান্ডের পুলিশ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, অভিবাসী সংকটের সঙ্গে বেলারুশের কোনো সম্পর্ক নেই।
পোল্যান্ডের বর্ডার গার্ড শনিবার জানিয়েছে, রাতে বেলারুশের সেনারা অভিবাসীদের আটকাতে পোল্যান্ডের তৈরি অস্থায়ী বেড়ার একটি অংশ ছিঁড়ে ফেলে।
এর আগে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে শত শত অভিবাসনপ্রত্যাশী অবস্থান নেয়। অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে সেখানে কয়েক হাজার পুলিশ মোতায়েন করে পোল্যান্ড সরকার। সীমান্তে এমন জটিল পরিস্থিতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মারেউতস মোরাউইকি।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বেলারুশ কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বেলারুশ সীমান্তের দিকে অভিবাসনপ্রত্যাশীদের ঠেলে দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, এ সংকটের মাস্টারমাইন্ড মস্কো।