বৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

টরন্টো ওয়াটারফ্রন্ট ম্যারাথনে উড়ল বাংলাদেশের পতাকা

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ২০, ২০২২ ৬:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

প্রতিবছরের মতো এবারও কানাডার টরন্টোর অন্টারিওতে অনুষ্ঠিত হয়েছে ওয়াটারফ্রন্ট ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। রোববার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণের স্বপ্ন নিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা বুকে ধারণ করে ঢাকা থেকে টরন্টো আসেন প্রশান্ত রায়।

বাংলাদেশ থেকে আগত একমাত্র রানার প্রশান্ত রায়সহ বাংলাদেশি-কানাডিয়ান আরও চারজন রানার এই ইভেন্টে অংশগ্রহণ করেন।

তারা হলেন, হাসনাত শফিক রাসেল, অয়ন চৌধুরী, আজহার চৌধুরী, মিহাল আহসান।

দৌড় প্রতিযোগিতায় ৪২ দশমিক ২ কিলোমিটার শেষে ফিনিশ লাইনে এসে প্রশান্ত রায়ের অনুভূতি জানতে চাইলে তিনি বললেন, ‌‘স্বপ্ন পূরণ হয়েছে। কোভিডের কারণে গত দুই বছর ঢাকার রাস্তায় ভার্চুয়ালি টরন্টো ওয়াটারফ্রন্ট ম্যারাথন সম্পন্ন করি। কিন্তু ভার্চুয়াল দৌড়ে আনন্দ নেই। সেই আনন্দ এবং স্বপ্ন পূর্ণ হয়েছে এবার সরাসরি টরন্টোর রাস্তায় দৌড়ে।

তিনি আরও যোগ করেন, ‘মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুস্থ রাখার অন্যতম উপায় হাঁটা অথবা দৌড়। এর কোনো বিকল্প নেই। অনেকেই এটাকে কষ্টের মনে করেন, কিন্তু শুরু করলে যে ফিজিক্যাল ও মানসিক প্রশান্তি আসে, তা উপলব্ধি করার পর কেউ এটা ছাড়তে পারবে না।

বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা হাতে প্রশান্ত রায়ের এটি ষষ্ঠ ইভেন্ট বলে জানান তিনি।

সর্বশেষ - প্রবাস