সোমবার , ১২ ডিসেম্বর ২০২২ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পর্তুগালে প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ১২, ২০২২ ৫:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

পর্তুগালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তার নাম মোহাম্মদ আবু কায়েস (৩৮)। তিনি পর্তুগালের কভিলা শহরে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে হেঁটে কর্মস্থল থেকে ফেরার পথে পেছন থেকে আবু কায়েসকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে জরুরি সেবা বিভাগের পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাবুলেন্স হাজির হয়।

একপর্যায়ে কর্তব্যরত চিকিৎসক কায়েসকে মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ আবু কায়েস চলতি বছরের ১০ নভেম্বর কৃষি ভিসায় পর্তুগালে গিয়েছিলেন। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজলোয়। পরিবারে তার স্ত্রী এবং তিন কন্যা সন্তান রয়েছে।

এদিকে প্রবাসীর অকাল মৃত্যুতে পর্তুগাল বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটির পক্ষ থেকে তার মরদেহ দেশে পাঠানোর বিষয়ে আলোচনা চলছে।

সর্বশেষ - প্রবাস