পঞ্চগড় প্রতিনিধি, আবু বক্কর সিদ্দিক: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নে গোপন সংবাদ এর ভিত্তিতে মোবাইল কোড পরিচালনা করেন, তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা, আজ সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যার সময় ঔ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়G সে সময় সার বিক্রিতে অনিয়াম, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত, ও গ্রাহকে বিক্রয়ের রশিদ না দেওয়ার কারনে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায়, মেসার্স রুম্পা ইন্টারপ্রাইজের ডিলার মো জামানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ।উপজেলা নির্বাহী কর্মকর্তা, সে সময় উপস্থিত ছিলেন ইউ পি চেয়ারম্যান তারেক ও তেঁতুলিয়া মডেল থানার এসআই জাহাঙ্গীর ও সঙ্গীয় ফোর্স।