অস্ট্রেলিয়ার আদিবাসীদের ইতিহাস প্রায় ৫০ হাজার বছরের। ১৭৭০ সালে ব্রিটিশ নৌ কমান্ডার জেমস কুক অস্ট্রেলিয়া দখল করে ঔপনিবেশিকতার গোড়াপত্তন করেন।
অস্ট্রেলিয়ার আদিবাসীরা এখনো বিশ্বাস করে, ৫০ হাজার বছর ধরে বাস করা আদিবাসীদের ভূমি দখল করে ব্রিটিশ সার্বভৌমত্ব ঘোষণা করা হয়েছিল।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
তারা মনে করেন, অস্ট্রেলিয়ায় ব্রিটিশ উপনিবেশ ছিল নৃশংস। তখন গণহত্যা হয়েছিল। আদিবাসী সম্প্রদায়গুলো নিপীড়িত হয়েছিল। তাদের জমি ছিনিয়ে নেওয়া হয়েছিল। নারীদের ধর্ষণ করা হয়েছিল। চুরি হওয়া প্রজন্মের গল্পগুলো ছিল আরও নিদারুণ।
সিডনির ম্যাকুয়ারি ইউনিভার্সিটির আদিবাসী অধ্যয়ন বিভাগের অধ্যাপক স্যান্ডি ও’সুলিভান শুক্রবার সকালে টুইটারে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, আদিবাসীরা রানির প্রতি শ্রদ্ধাশীল প্রতিক্রিয়া জানাবেন এমনটা আশা করা ‘আপত্তিজনক’।
তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমাদের জীবনকে আরও খারাপ করে তুলেছে তার মৃত্যুতে আদিবাসীরা সম্মান দেখাবে এই দাবি করা অযৌক্তিক। পরিবর্তনকে প্রভাবিত করার জন্য তিনি কী করতে পারতেন এবং করেননি তা বিবেচনা করা গুরুত্বপূর্ণ।’
রানি এলিজাবেথ তার ৭০ বছরের শাসনামলে ১৬ বার অস্ট্রেলিয়া সফর করেছেন। তিনি অস্ট্রেলিয়ার সাংবিধানিক প্রধান। ২০০২ সালে তিনি বিখ্যাত কেয়ার্নসের তাজাপুকাই আদিবাসী সাংস্কৃতিক পার্কে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছিলেন। সেটাই আদিবাসীদের সঙ্গে তার প্রথম এবং শেষ দেখা।