মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বাঘের মুখ থেকে সন্তানকে বাঁচিয়ে আনলেন মা

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ৬, ২০২২ ৩:৫৩ অপরাহ্ণ

ভারতের মধ্য প্রদেশের এক নারী তার ১৫ মাসের বাচ্চাকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই করতে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন। রোববার (৪ সেপ্টেম্বর) বান্ধবগড় টাইগার রিজার্ভের আশপাশে এই হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, অর্চনা চৌধুরী খালি হাতে বাঘটিকে কয়েক মিনিটের জন্য আঁকড়ে ধরেছিল। এরপর সাহায্যের জন্য তার চিৎকার শুনে গ্রামবাসীরা এগিয়ে আসে। মা ও ছেলে দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

অর্চনা চৌধুরীর চিৎকার শুনে আশেপাশের মানুষজন ছুটে আসেন। লাঠি নিয়ে ছুটে আসতে দেখেই বাঘ ভয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। অর্চনার স্বামী ভোলাপ্রসাদ জানিয়েছেন, তার স্ত্রী কোমরে, হাতে ও পিঠে আঘাত পেয়েছেন। আর তাদের সন্তান ঘাড়ে ও মাথায় আঘাত পেয়েছে।

টাইগার রিজার্ভের আশেপাশে বসবাসকারী মানুষের ওপর প্রাণিদের আক্রমণ অস্বাভাবিক নয়। বাঘ ছাড়া হাতিও তাদের গ্রামে ঢুকে ফসলের ক্ষতি করেছে।

সর্বশেষ - সাহিত্য

Translate »