শুক্রবার , ২ সেপ্টেম্বর ২০২২ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

শ্রীনগরে মান্দ্রা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় আল্লাহ্ ভরসা লৌহজং চ্যাম্পিয়ন

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২, ২০২২ ৩:৩৩ অপরাহ্ণ

Spread the love

 শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা ক্রীড়া সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২২’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ হয়েছে। শুক্রবার বিকালে রজনীগন্ধা স্পোটিং ক্লাব বনাম আল্লাহ্ ভরাসা লৌহজং টীমের মধ্যে ফাইনাল খেলা শুরু হয়। টাইব্রেকারে রজনীগন্ধা স্পোটিং ক্লাবকে ৩-০ গোলে আল্লাহ্ ভরসা লৌহজং টীম পরাজিত করে। মান্দ্রা ফুটবল টুর্নামেন্টে মোট ৩২টি দল খেলায় অংশ নেয়।

৮৫নং ভাগ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর। উদ্বোধক হিসেবে ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. নিজামউদ্দিন চৌধুরী পারভেজ।

ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাতের সভাপতিত্বে ও মো. ইয়াসিন বেপারীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, বিশেষ অতিথি লৌহজং উপজেলার মেদিনী মন্ডল ইউপি চেয়ারম্যান হাজী আশরাফ হোসেন খান, রাঢ়িখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুল, এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সামসুজ্জামান মুন্সী, স্থানীয় ইউপি সদস্য সেলিম মৃধা, সমাজ সেবক মিজানুর রহমান মৃধা, হাফিজুর রহমান, শ্যামপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলাম শাকিল শেখ, ভাগ্যকুল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি পাপ্পু সরদার, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম প্রিন্স, সরকারি শ্রীনগর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম লিমনসহ অনেকে। খেলা পরিচালনা করেন এম জামান জনি ও মো. সাজ্জাদ মৃধা। খেলা দেখতে দূরদুরান্ত থেকে অসংখ্য মানুষের আগমন ঘটে মাঠে। চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি প্রদান করা হয়েছে।

সর্বশেষ - প্রবাস