মঙ্গলবার , ৫ জুলাই ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

খরায় উত্তর ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা

প্রতিবেদক
Probashbd News
জুলাই ৫, ২০২২ ১০:৪৩ অপরাহ্ণ

Spread the love

৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কারণে উত্তরাঞ্চলের পো নদীর পার্শ্ববর্তী পাঁচ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইতালি। লোম্বার্ডিসহ এই পাঁচ অঞ্চলে পানির সংকট কাটাতে ৩ কোটি ৬৫ লাখ ইউরো সহায়তা দেওয়া হবে বলে জানা গেছে। ইতালির দীর্ঘতম পো নদী উত্তর থেকে পূর্বে প্রায় ৬৫০ কিলোমিটার জুড়ে প্রবাহিত হয়। এদিকে সমুদ্রের লবণাক্ত পানি নদীতে মিশে ফসলের ক্ষতি করছে বলে কৃষকদের ভাষ্য।

ইতালির কৃষক সংগঠন কোল্ডিরেত্তির তথ্যমতে, খরা ইতালির ৩০ শতাংশের বেশি কৃষি উত্পাদনকে হুমকির মুখে ফেলেছে। বেশ কয়েকটি পৌরসভা ইতিমধ্যে পানির রেশনিং ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে। অস্বাভাবিক গরম আবহাওয়া এবং শীত ও বসন্ত কম বৃষ্টিপাতের কারণে ইতালির উত্তরাঞ্চলে পানির ঘাটতি বেড়ে গেছে। জরুরি অবস্থা ঘোষণার কারণ হিসেবে ইতালির সরকার বলছে, বর্তমান পরিস্থিতিকে বিশেষ ব্যবস্থায় শক্ত হাতে মোকাবিলা করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে আরো ব্যবস্থা নেওয়া হতে পারে।ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি অবশ্য খরার কারণ হিসেবে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির যোগ থাকার দাবি করেছেন।

সোমবার ডলোমাইটস পর্বতে একটি হিমবাহ ধসে ১৩ জন নিখোঁজ হওয়ার পর প্রধানমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে তিনি বলেন, ‘বিষয়টি সন্দেহাতীতভাবেই বিশ্ব উষ্ণায়নের সঙ্গে সম্পর্কিত। হিমবাহ ধসে মারমোলাডা পর্বতে সাত জন নিহত ও আট জন আহত হন। কয়েক জন বিদেশিসহ নিখোঁজদের উদ্ধারে থার্মাল ইমেজিংয়ে সজ্জিত ড্রোন ব্যবহার করা হচ্ছে।

সর্বশেষ - প্রবাস

Translate »