রবিবার , ১৯ জুন ২০২২ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নোয়াখালীতে শেষ হলো ২দিন ব্যাপী টিভি নাটকে অভিনয় কর্মশালা

প্রতিবেদক
Probashbd News
জুন ১৯, ২০২২ ২:২৪ অপরাহ্ণ

লক্ষীনারায়ণপুর থিয়েটার এবং নোয়া ভিশনের উদ্যোগে সমাপ্ত হয়েছে ২দিন ব্যাপী টিভি নাটকে অভিনয় প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালা পরিচালনা করেন টিভি নাট্যকার ও পরিচালক সাজ্জাদ রাহমান।

১৭ জুন শুক্রবার সকাল ১০টায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উপরোক্ত কর্মশালার উদ্বোধন করেন সংস্কৃতিজন আবদুল আউয়াল। লক্ষীনারায়ণপুর থিয়েটারের মহাসচিব ফরিদ উদ্দিন মনুর সঞ্চালনায় উপরোক্ত অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মামুনুর রশীদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. লায়ন মহিউদ্দিন মঞ্জু।

সনদপত্র বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন, কবি ও গবেষক অ্যাড কাজী খসরু, কবি এবং গবেষক গোলাম আকবর, বাংলাদেশ ৮৮ নোয়াখালী জেলা প্যানেলের কোর্ডিনেটর আলমগীর আহমেদ।

বক্তব্য রাখেন নোয়া ভিশনের চেয়ারম্যান রোজি রহমান, নাট্যকার অরুনাভ মজমুদার প্রমুখ।

১৮ জুন শনিবার কর্মশালায় প্রায়োগিক কর্মকান্ডের অংশ হিসেবে অরুনাভ মজুমদার রচনা ও ফরিদ উদ্দিন মনুর পরিচালনায় ‘ খতিয়ান বিড়ম্বনা’ নাটকের শুটিং অনুষ্ঠিত হয়। নাটকটির চিত্রধারণ ও পরিচালনা উপদেশক হিসেবে ছিলেন সাজ্জাদ রাহমান।

উল্লেখ্য, নাটকটি আগামি ঈদুল আযহা উপলক্ষ্যে নোয়া ভিশনে প্রচারিত হবে।

 

সর্বশেষ - সাহিত্য

Translate »