রবিবার , ২৯ মে ২০২২ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আবারো বাড়ছে করোনা

প্রতিবেদক
Probashbd News
মে ২৯, ২০২২ ১১:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

গত ২৪ ঘণ্টায় দেশে কোনো কোভিড রোগীর মৃত্যু না হলেও ৪০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা আগের দিনের চেয়ে বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে ৪০ জন রোগী শনাক্তের খবর দেওয়া হয়। শনিবার এই সংখ্যা ছিল ২৮।

নতুন রোগীদের নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৪৪৭ জন। নতুন কারও মৃত্যু না হওয়ায় মহামারীতে মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১৩০ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২১৫ জন কোভিড রোগী। তাদের নিয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ২ হাজার ৪২২ জন।

নতুন শনাক্ত ৪০ রোগীর মধ্যে ৩৫ জনই ঢাকা জেলার বাসিন্দা। এছাড়া সিলেটে দুজন, ময়মনসিংহে দুজন এবং কক্সবাজারে একজন রোগী ধরা পড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মোট ৫ হাজার ৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭৯ শতাংশ।

মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৪ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

সর্বশেষ - প্রবাস

Translate »