রবিবার , ২৪ এপ্রিল ২০২২ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

চুয়াডাঙ্গায় দ্বিতীয় দিনের মতো দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ২৪, ২০২২ ১:৫২ অপরাহ্ণ

দ্বিতীয় দিনের মতো দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। রোববার দুপুর ৩টায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গার আঞ্চলিক আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, এটিই দেশের সর্বোচ্চ তাপমাত্রা এবং যা চলতি মৌসুমে চুয়াডাঙ্গার সর্বোচ্চা তাপমাত্রা। গতকাল শনিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এ জেলায়, যা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গতকালের তুলনায় বেড়েছে তাপমাত্রার পারদ। এতে ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র গরম ও রোজার কারণে অনেকেই বিশ্রাম নিচ্ছে, কেউ কেউ ঘর থেকেও বের হয়নি। রাস্তাঘাটও রয়েছে তুলনামূলক ফাঁকা।

চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, গত তিন দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝাড়ি থেকে তীব্র ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে। দিনে দিনে তাপমাত্রা বাড়ছে। আরো কিছু দিন এমন পরিস্থিতি বিরাজ করতে পারে

সর্বশেষ - সাহিত্য

Translate »