শুক্রবার , ৮ এপ্রিল ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কুমিল্লায় মাদকব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলিতে এক র‌্যাব সদস্যসহ গুলিবিদ্ধ ৪

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ৮, ২০২২ ৪:১৬ পূর্বাহ্ণ

Spread the love

কুমিল্লায় মাদক ব্যবসায়ী ও র‌্যাবের মধ্যে গোলাগুলিতে এক র‌্যাব সদস্যসহ চারজন গুলিবিদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর লালবাগ রাস্তার মাথায় এ ঘটনা ঘটেছে। র‌্যাব জানায়, মাদক উদ্ধারে অভিযানে গেলে অতর্কিত গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এঘটনায় পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আহত র‍্যাব সদস্যের নাম রুবেল হোসাইন। তিনি র‍্যাব-১১ কুমিল্লা কার্যালয়ে করপোরাল হিসেবে কর্মরত আছেন।

এ ঘটনায় মাদক ব্যবসায়ীদের তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

র‌্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানিয়েছেন এসব তথ্য জানান। তিনি বলেন, আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

র‌্যাব ১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘মাদকের চালান পাচার হচ্ছে এমন খবর পেয়ে আমরা অভিযানে যাই। হঠাৎ মাদক ব্যবসায়ীরা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। আত্মরক্ষার্থে আমরাও গুলি ছুড়ি। এতে দুই পক্ষেরই লোকজন আহত হয়েছেন।’

সর্বশেষ - প্রবাস

Translate »