বৃহস্পতিবার , ৭ এপ্রিল ২০২২ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বাবার প্রতি ভালোবাসার মূল্য দিলেন হারিসা

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ৭, ২০২২ ৪:১৫ অপরাহ্ণ

Spread the love

হারিসার বাবার পরণের লুঙ্গিটা সেলাই করা। পেশায় তিনি একজন রিকশা চালক। সবাইকে অবাক করে দিয়ে, এই রিকশা চালকের মেয়েটাই ভর্তির সুযোগ পেয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। মিজানুর রহমান হাওলাদারের ৩য় মেয়ে এই হারিসা। পুরো নাম সাদিয়া আফরিন। পিএসসি জেএসসি কিংবা এসএসসি, সব পরীক্ষায় রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। ছোট বেলা থেকেই তিনি স্বপ্ন দেখেছেন একজন মানবিক ডাক্তার হওয়ার। অক্লান্ত পরিশ্রম করে যে বাবাটি তাদের মানুষ করছেন, তাঁর পাশে দাঁড়ানোর। অদম্য ইচ্ছা শক্তি আর নিরলস পরিশ্রমের ফলস্বরূপ আজ স্বপ্নের সিঁড়িতে পা রাখতে চলেছেন এই হারিসা।

বরিশালের বানারি পাড়ার একটি মজা পুকুর পাড়ে হারিসাদের ঘর। পুকুরের পাড় ভেঙ্গে গেছে। বালির বস্তার রক্ষা বাঁধে কোনভাবে টিকে আছে টিনের ঘরটি। ওই বালির বস্তা মাড়িয়েই প্রতিদিন ঘরে ঢুকতে হয় তাদের। যদিও সেই ঘর জুড়ে দারীদ্রের ছাপ। কিন্তু সব কিছুকে ছাপিয়ে এই জীর্ন ঘরেই জন্ম নিয়েছে চারটি হীরের টুকরো কন্যা সন্তান। এর মধ্যে বড় মেয়ে মাস্টার্সে, দ্বিতীয় জন পড়ছেন বিএ এবং ছোট মেয়ে দিন গুণছেন প্রকৌশলী হবার। আর ৩য় সন্তান হারিসা সুযোগ পেলেন চিকিৎসা বিদ্যায় পড়াশোনার।

শুধু পড়াশোনা নয়। সহপাঠ্যক্রম কার্যক্রমেও মেধার স্বাক্ষর রেখেছেন হারিসা। জাতীয় পর্যায় থেকে শুরু করে বিভাগীয় পর্যায়, পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় স্বর্ণ ও ব্রোঞ্জ পদকসহ ৬৭টি অমূল্য সনদের অর্জন রয়েছে তার। হারিসার এসব অর্জনে ব্যাপক ভূমিকা রেখেছেন তার শিক্ষকেরা। হারিসা যাঁদের কাছে সন্তানতুল্য।

হারিসার কোনো গৃহশিক্ষক ছিলোনা। টাকার অভাবে পড়তে পারেননি কোচিংয়েও। শুধুমাত্র ক্লাসে আর বাড়িতে নিজে নিজে পড়েও যে সাফল্য অর্জন করা যায়। সেই উদাহরণ সৃষ্টি করেছেন হারিসা। তাইতো সে আজ গর্ব পুরো শিক্ষা প্রতিষ্ঠানের, তেমনি আদর্শ আর সব শিক্ষার্থিদের কাছেও।

সামান্য একটি রিকশাকে পুঁজি করে ৪টি মেয়েকে এতোদিন ধরে পড়াচ্ছেন হারিসার বাবা। দারিদ্রের কষাঘাত আর শারীরিক অসুস্থতায় আর যেন পারছেন না কুলোতে।

সমাজে এমনও অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে যারা দাঁড়াতে পারেন মিজানুর রহমানের মতো আদর্শ বাবাদের পাশে। যাদের ঘরে তৈরি হারিসাদের মতো নক্ষত্রপুঞ্জ। যাঁদের আলোয় আলোকিত হবে সমগ্র বাংলাদেশ।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত
Translate »