বৃহস্পতিবার , ৩১ মার্চ ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মৃত্যুর ২৬ দিন পর চিরনিদ্রায় সমাহিত শেন ওয়ার্ন

প্রতিবেদক
Probashbd News
মার্চ ৩১, ২০২২ ৯:১৫ পূর্বাহ্ণ

Spread the love

 

মৃত্যুর ২৬ দিন পর আবেগঘন আয়োজেনে আনুষ্ঠানিক বিদায় জানানো হলো অজি কিংবদন্তী শেন ওয়ার্নকে। যেখানে উপস্থিত কিং অব স্পিনের পরিবার পরিজন, সাবেক সতীর্থরা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রায় ৫০ হাজার দর্শকের সামনে ওয়ার্নের স্মৃতিচারণ করলেন ক্রিকেটের সাবেক তারকারা। এদিন এমসিজিতে উন্মোচিত হয় শেন ওয়ার্ন গ্র্যান্ড স্ট্যান্ড।

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নাসের হুসেন বলেন, মাঠে ও আমাকে স্লেজিং করে খুব মজা পেতো। কিন্তু সত্যি কথা বলতে আমার দেখা সেরা একজন বোলার ও। গত ১০ বছর স্কাই টিভির হয়ে আমরা কমেন্ট্রি বক্স শেয়ার করেছি। ও সবসময় আমাদের মাতিয়ে রাখতো।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ব্রায়ান লারা বলেন, অস্ট্রেলিয়ায় আসলে আমি ওর ফেরারি চালানোর জন্য মুখিয়ে থাকতাম। ও কখনোই আমাকে নিরাশ করতো না। আজ আমি বলতে পারি, আমার দেখা সেরা অস্ট্রেলিয়ান ও। আমাদের বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে।

কোল্ড প্লে খ্যাত মার্কিন গায়ক ক্রিস মার্টিনের পরিবেশনা ছিলো ওয়ার্নকে নিয়ে। শুধু মার্টিন নন। বৃটিশ গায়ক এল্টন জন ও এড শিরানও নিজেদের পারফরমেন্সে তুলে ধরেন এই অজি গ্রেটের সাথে তাদের বন্ধুত্বের স্মৃতি। এক্স ম্যান খ্যাত হলিউড তারকা হিউজ জ্যাকম্যানও বন্ধুর প্রতি পাঠান বার্তা।

হলিউড তারকা হিউজ জ্যাকম্যান বলেন, শুধু অস্ট্রেলিয়া নয় সারা বিশ্বে আজ ওয়ার্নকে স্মরণ করছে। ক্রিকেটের বাইরেও তার বন্ধুর সংখ্যাও কম নয়। যার সাথে আপনি প্রতিটা সেকেন্ড উপভোগ করবেন।

একজন রঙিন জীবনের অধিকারী ওয়ার্ন। যার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগী হয়েছেন সবাই। ওয়ার্নের ছেলে জ্যাকসন ও দুই মেয়ে সামার ও ব্রুক বাবার অন্তিম যাত্রায় কৃতজ্ঞতা জানিয়েছেন সবাইকে।

শেন ওয়ার্নের ছেলে জ্যাকসন ওয়ার্ন বলেন, বাবা আমার সবচে ভালো একজন বন্ধু ছিলো। যার সাথে আমি গলফ খেলতে পারতাম। ছুটিতে অনেক দুরে ঘুরতে চলে যেতাম। আমার প্রতিটা মুহুর্তকে স্পেশাল বানানো মানুষটিকে আর পাবো না। বিশ্বাস হচ্ছে না।

অনুষ্ঠান শেষে স্মৃতি বিজড়িত এমসিজিতে সন্তানদের হাতে উন্মোচিত হয় ওয়ার্নের নামে গ্র্যান্ড স্ট্যান্ড। আবেগে ভাসে মাঠের অর্ধ লক্ষাধিক দর্শক।

সর্বশেষ - প্রবাস