রবিবার , ২০ মার্চ ২০২২ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

তিউনিসিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী জাহাজ ডুবিতে নিহত ২০

প্রতিবেদক
Probashbd News
মার্চ ২০, ২০২২ ১:১৬ অপরাহ্ণ

 

তিউনিসিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী জাহাজ ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের বেশিরভাগই সিরিয়ার নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার ১২টি মরদেহ উদ্ধারের পর শনিবার আরও আটটি মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

তিউনিসিয়ার নাগরিক ‍সুরক্ষা বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘ডুবে যাওয়া জাহাজ থেকে ১২ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। পরদিন শনিবার আরও আটটি মৃতদেহ সাগরে ভেসে ওঠে। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মৃতদের বেশির ভাগই সিরিয়ার নাগরিক। যুদ্ধবিধ্বস্ত এই দেশ থেকে তাঁরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাচ্ছিলেন।’

গত কয়েক মাসে তিউনিসিয়া উপকূলে বেশ কয়েকটি জাহাজডুবির ঘটনা ঘটেছে এবং অনেক প্রাণহানি হয়েছে। সম্প্রতি অভিবাসীদের মধ্যে তিউনিসিয়া ও লিবিয়া হয়ে ইতালি কিংবা ইউরোপের দেশগুলোতে পাড়ি দেওয়ার প্রবণতা বেড়েছে।

রয়টার্স জানিয়েছে, বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বহু মানুষের প্রাণহানির পরও সেই একই রুট হয়ে ইতালি পাড়ি দিচ্ছেন মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দারিদ্র্যপীড়িত অঞ্চলের মানুষ।

সর্বশেষ - সাহিত্য

Translate »