মঙ্গলবার , ১৫ মার্চ ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মাল্টায় শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশ?

প্রতিবেদক
Probashbd News
মার্চ ১৫, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ

Spread the love

 

নানা অনিয়ম আর মালিক-শ্রমিকের মধ্যে শর্ত ভঙ্গের কারণে যেকোনো সময় বাংলাদেশ ইতালির মাল্টায় শ্রমবাজার হারাতে পারে। বৈধভাবে দেশটিতে যাওয়ার পথ বন্ধ হলে ইউরোপে বাংলাদেশিদের প্রবেশ কঠিন হয়ে পড়বে।

জানা গেছে, বাংলাদেশ থেকে আসা নতুন শ্রমিকরা মাল্টা সরকারের নিয়ম সঠিকভাবে মানছেন না। ফলে এ শ্রমবাজারটি মারাত্মক হুমকির সম্মুখীন রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় অনেক বাংলাদেশি উদ্বেগ প্রকাশ করেছেন।

জানা গেছে, কোনো শ্রমিক বৈধভাবে আসতে চাইলে স্থানীয় মালিকের সাথে একটি কাজের চুক্তি নিশ্চিত করতে হয়। পরে মাল্টা থেকে একটি অনুমতিপত্র নিয়ে সেই কাগজপত্র মাল্টা দূতাবাসে জমা দিতে হয়। এরপর সব ঠিক থাকলে ভিসা দেওয়া হয়। ভারতের নয়াদিল্লিতে মাল্টার দূতাবাস।

তবে কোনো বাংলাদেশি মাল্টা এসে থাকছেন না। মাল্টা কোনোভাবে আসতে পারলে তারা ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমান। ফলে মাল্টা কোম্পানির মালিকপক্ষের সাথে যে চুক্তি তা ভঙ্গ করছেন তারা। যে কারণে মালিকপক্ষ অনেকটা আস্থা হারিয়ে ফেলছেন বাংলাদেশি শ্রমিকদের প্রতি। পাশাপাশি শ্রমিক সংকটে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিভিন্ন কোম্পানি। বাংলাদেশি শ্রমিকরা মাল্টাকে এক প্রকার ট্রানজিট হিসেবে ব্যবহার করছেন। মাল্টা আসার পর এসব শ্রমিকরা ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমান। এভাবে চলতে থাকলে মাল্টার এই শ্রমবাজার খুবই ঝুঁকির মুখে পড়বে।

সর্বশেষ - প্রবাস

Translate »