চীনের সঙ্গে নিজেদের সুগভীর সম্পর্কের প্রসঙ্গ তুলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমাদের সম্পর্কটা আদি ও অকৃত্রিম।
বেইজিংয়ে অলিম্পিক গেমসের উদ্বোধন সামনে রেখে শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন। খবর এনডিটিভির
পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে চীনের রাজধানী বেইজিংয়ে দুই নেতা মিলিত হন। দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা। তাদের মধ্যে নিরাপত্তা, পররাষ্ট্রনীতিসহ পারস্পরিক ও আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে কথা হয়েছে।
পুতিন বলেন, আমাদের মধ্যে সম্পর্কটা মর্যাদার। একেবারেই প্রাকৃতিক।
রুশ প্রেসিডেন্টের এ সফরে দুই দেশের মধ্যে নিরাপত্তা ইস্যুসহ অন্যান্য বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষর হতে পারে।
চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণে ভ্লাদিমির পুতিন বেইজিং সফরে গেছেন। পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ দুই জুটি আরও কাছাকাছি আসছেন।
২০২০ সালের জানুয়ারি থেকে শি জিনপিং চীন ছেড়ে কোনো দেশে সফরে যাননি। দেশটি ২০২০ সালের শুরুতে কোভিড-১৯ প্রাদুর্ভাবের সঙ্গে লড়াই করে। সেই সময় চীনের উহান শহর লকডাউনে অবরুদ্ধ হয়ে পড়ে। উহানেই প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।
বেইজিংয়ে আজ শীতকালীন অলিম্পিক শুরু হচ্ছে। এ আয়োজন উদ্বোধনের সঙ্গে সঙ্গে শি জিনপিং এখন ২০টির বেশি দেশের নেতাদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। তিনি আশা করছেন, এ প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে তিনি বৈশ্বিক রাজনীতিতে ইতিবাচক মনোভাব তৈরি করতে সক্ষম হবেন।