বুধবার , ২৮ জুলাই ২০২১ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বস্ত্র-বীমায় ভর করে দু’দিন পর ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২৮, ২০২১ ১০:০৩ পূর্বাহ্ণ
বস্ত্র-বীমায় ভর করে দু’দিন পর ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

Spread the love

টানা দুই কার্যদিবস দরপতনের পর বুধবার (২৮ জুলাই) দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখীতার দেখা মিলেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের উত্থানের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

তবে এদিন শেয়ারবাজার ঊর্ধ্বমুখী করতে সব থেকে বড় ভূমিকা রেখেছে বীমা ও বস্ত্র খাতের কোম্পানিগুলো। লেনদেনের শুরু থেকে এই দুই খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়তে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

বীমা ও বস্ত্র খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ার দাম বাড়ার প্রবণতা লেনদেনের শেষদিকে অন্য খাতের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। ফলে দিনের লেনদেন শেষ হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে।

এদিন তালিকাভুক্ত ৫১টি বীমা কোম্পানির মধ্যে ৪৩টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে সাতটির। বাকি একটির শেয়ার লেনদেন অপরিবর্তিত রয়েছে। আর বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৪২টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১টির এবং পাঁচটির দাম অপরিবর্তিত রয়েছে।

বীমা ও বস্ত্র খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার দিনে সব খাত মিলে ডিএসইতে ২১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১২২টির। আর ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪১৭ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩২৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

সবকটি মূল্য সূচকের উত্থান হলেও ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩৬০ কোটি ৮৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৪৬২ কোটি ৮১ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১০১ কোটি ৯২ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং সিরামিকের শেয়ার। কোম্পানিটির ৪২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেকের ৪১ কোটি ৭৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- জিপিএইচ ইস্পাত, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, পিপল ইন্স্যুরেন্স, বারাকা পতেঙ্গা পাওয়ার, রহিমা ফুড, রবি এবং জিবিবি পাওয়ার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৮৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৬ কোটি ৬৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩১৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৩টির এবং ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত
বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে আগ্রহী রাশিয়া

বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে আগ্রহী রাশিয়া

‘আমাদের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরও দৃঢ় ও গভীর হবে’

তৃতীয় বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হলেন পুষ্প কমল দাহাল

অনৈতিকভাবে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নাম ও লোগো ব্যবহার করায় আয়েবাপিসি`র তীব্র প্রতিবাদ

অনৈতিকভাবে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নাম ও লোগো ব্যবহার করায় আয়েবাপিসি`র তীব্র প্রতিবাদ

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক স্থাপিত হলো

‘অপশক্তির দুষ্কর্ম ক্ষমতার উপাদান হিসেবে ব্যবহার হচ্ছে’

‘অপশক্তির দুষ্কর্ম ক্ষমতার উপাদান হিসেবে ব্যবহার হচ্ছে’

প্রাইম ব্যাংকের মুনাফা ৪২২ শতাংশ বেড়েছে

প্রাইম ব্যাংকের মুনাফা ৪২২ শতাংশ বেড়েছে

নৌকার মনোনয়নপত্র কিনলেন ব্যারিস্টার সুমন

ইউক্রেনে ফক্স নিউজের সাংবাদিক নিহত: বিবিসি

সঞ্চয়পত্রে মুনাফার হার প্রয়োজনে বাড়তেও পারে: অর্থমন্ত্রী

সঞ্চয়পত্রে মুনাফার হার প্রয়োজনে বাড়তেও পারে: অর্থমন্ত্রী