রবিবার , ১৫ আগস্ট ২০২১ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

৯ হাজার রানের মাইলফলক ছুঁয়ে যেসব রেকর্ড ভাঙলেন রুট

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৫, ২০২১ ৭:২৬ পূর্বাহ্ণ
৯ হাজার রানের মাইলফলক ছুঁয়ে যেসব রেকর্ড ভাঙলেন রুট

Spread the love

ভারতের বিপক্ষে লর্ডসে অসাধারণ সেঞ্চুরি তুলে ৯ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ১৮০ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন তিনি। ডানহাতি এ ব্যাটসম্যান ভেঙেছেন বেশ কয়েকটি রেকর্ড। আবার বেশ কয়েকটি রেকর্ডে ভাগও বসিয়েছেন। সংখ্যায় সংখ্যায় সেসব তুলে ধরা হলো:  

৯০০০*

জো রুট ইংল্যান্ডের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে ৯০০০ রান করেছেন। এর আগে অ্যালিস্টার কুক ২০১৫ সালে প্রথম খেলোয়াড় হিসেবে এমন মাইলফলক ছুঁয়েছিলেন। এছাড়া সেঞ্চুরি হাঁকানোর পথে রুট ভেঙেছেন আরো একটি রেকর্ড। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকও এখন তিনি। পেছনে ফেলেছেন গ্রাহাম গুচের ৮৯০০ রান। 

৯০০০ রানের মাইলফলক ছুঁতে রুট সবচেয়ে কম সময় নিয়েছেন। রুট আট বছর ২৪৪ দিনে ৯০০০ রান করেছেন। কুকের লেগেছিল নয় বছর ৯৩ দিন। এছাড়া দ্বিতীয় সর্বোকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এমন কীর্তি গড়েছেন তিনি। ৩০ বছর ২২৭ দিনে রুট ৯০০০ রানের দেখা পেয়েছেন। কুক ৩০ বছর ১৫৯ দিনে এ রেকর্ড গড়েছিলেন।     

২২

টেস্ট ক্রিকেটে রুটের সেঞ্চুরি ২২টি। যা ইংল্যান্ডের হয়ে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। তার উপরে আছেন কুক (৩৩), পিটারসেন (২৩) । রুটের সঙ্গে এ রেকর্ড ভাগাভাগি করছেন জেওফ্রি বয়কট, ইয়ান বেল, কলিন কাউড্রে ও উইলি হ্যামন্ড।

১১

অধিনায়ক হিসেবে ১১ সেঞ্চুরি পেয়েছেন রুট। কুক অধিনায়ক হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন ১২টি।  

ভারতের বিপক্ষে এটি রুটের সপ্তম সেঞ্চুরি। ইংল্যান্ড ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচে যৌথভাবে সেঞ্চুরি হাঁকানোর তালিকায় রুট শীর্ষে আছেন। শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও কুকেরও সাতটি করে সেঞ্চুরি রয়েছে। 

অধিনায়ক হিসেবে এক বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রুট। ২০২১ সালে তার ব্যাট থেকে এসেছে ৫ সেঞ্চুরি। ২০১১ সালে বেলও ৫টি সেঞ্চুরি পেয়েছিলেন।  

ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ২০০০ রান করার অনন্য মাইলফলক ছুঁয়েছেন রুট। ক্রিকেট ইতিহাসের সপ্তম ব্যাটসম্যান হিসেবে এমন কিছু করলেন তিনি। সেই তালিকায় আছেন কুকও।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত