দেশ ছেড়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। ২০ বছর পর আবারও কাবুল দখলে নিয়েছে তালেবান। দেশটির প্রশাসনের বিভিন্ন পদের কর্মীদের উদ্দেশে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান। পাশাপাশি, রাষ্ট্রীয় প্রশাসনে নিযুক্ত সব কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বানও করেছে তারা। এখন আফগানিস্তানে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে তালেবান।
আফগান ইস্যুতে কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেছেন, আফগানিস্তানের সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি শপথ না নেওয়া পর্যন্ত ঢাকা দেশটিকে স্বাগত জানাতে পারে না। স্থিতিশীল যেকোনো পক্ষের সঙ্গে কাজ করবে ঢাকা। সোমবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান
শাহরিয়ার আলম আরও বলেন, আফগানিস্তানের সংবিধান অনুযায়ী চার বা পাঁচ বছরের সরকারের মেন্ডেট নিয়ে কেউ না আসা পর্যন্ত আমরা তাদেরকে স্বাগত জানাতে পারি না। এটা ঠিকও হবে না।
আফগানিস্তানে থাকা বাংলাদেশিদের প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, আফগানিস্তান থেকে তিন বাংলাদেশিকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া আরও সাত বাংলাদেশি নাগরিককে নিরাপদে নেওয়ার প্রক্রিয়া চলমান। এরচেয়ে বেশি তথ্য আমরা এখন প্রকাশ করতে চাচ্ছি না।