যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলের কাছে বোমা হামলার হুমকি দেয়ার অভিযোগে ফ্লয়েড রয় রোজবেরি নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ক্যাপিটল পুলিশ টুইট করে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সোয়া নয়টায় ওয়াশিংটন ডিসির লাইব্রেরি অব কংগ্রেসের সামনে ফুটপাতে পিকআপ উঠিয়ে দেন চালক রোজবেরি। ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তাকে বিস্ফোরক দ্রবের মতো বস্তু দেখিয়ে বলেন, তার কাছ বোমা রয়েছে।
এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুতই জোরালো পদক্ষেপ নেন। ঘটনাস্থল থেকে মানুষজনকে সরিয়ে নেয়া হয়। তবে বস্তুটি আসলে বিস্ফোরকদ্রব্য কিনা, তা জানায়নি মার্কিন পুলিশ।